কলকাতা, 23 ডিসেম্বর: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি’র মামলায় 2024 সালের মধ্যে চার্জগঠন প্রক্রিয়া শেষ করতে হবে ৷ কিন্তু, বড়দিনের ছুটির আগে সেই সম্ভাবনা না-এর পর্যায়ে ৷ সোমবার ব্যাঙ্কশালে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জগঠনের কথা থাকলেও, তা হল না ৷
এ নিয়ে অভিযুক্তদের একাংশের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জানিয়েছেন, চার্জশিটে থাকা সকলকে ইডি আদালতে উপস্থিত থাকতে সমন পাঠিয়েছিল ৷ সেই মতো সকলে ওকালতনামা জমা দিয়ে হাজির হলেও, হাজিরার ডকুমেন্টশন হয়নি ৷ তিনি দাবি করেছেন, ইডি-র তরফে সমন করা হলেও ডকুমেন্টশন সংক্রান্ত নথি অভিযুক্তদের দেওয়া হয়নি ৷ ফলে চার্জগঠন সম্ভব হয়নি ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডি’র মামলায় পিছল চার্জগঠন প্রক্রিয়া ৷ (ইটিভি ভারত) তবে, 24 ডিসেম্বর মঙ্গলবার আরেকটি তারিখ সিবিআইয়ের বিশেষ আদালত দিয়েছে ৷ তবে, এইদিনে চার্জগঠন হবে কি না, তা নিশ্চিত নন কোনও পক্ষই ৷ কারণ, যাঁদের হাজিরার ডকুমেন্টশন হয়নি, তাঁদের সেই প্রক্রিয়া আগে শেষ হবে ৷ সেই মতো চার্জগঠন প্রক্রিয়া শুরু হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই আইনজীবী ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলার চার্জশিটে থাকা 54 জনকেই সমন পাঠানো হয়েছিল ৷ এ দিন সেই মতো আদালতে উপস্থিত ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র (কালীঘাটের কাকু), মানিক ভট্টাচার্য, শান্তনু বন্দ্যোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য অভিযুক্তরা ৷ কিন্তু, চার্জশিটে উল্লেখ থাকা কয়েকটি সংস্থার প্রতিনিধিরা আদালতে হাজির ছিলেন না ৷
জানা গিয়েছে, বোর্ড রেজিলিউশন করে সেই সংস্থাগুলির কোন প্রতিনিধি আদালতে হাজির থাকবেন, তা আদালতকে জানাতে বলা হয়েছে ৷ সেই মতো আগামিকাল তাঁদের আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে ৷ তবে, পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য যাঁরা এ দিন জেল থেকে আদালতে এসেছিলেন, তাঁদের মঙ্গলবার ভার্চুয়ালি পেশ করতে বলেছেন বিচারক ৷
অন্যদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় যুক্ত নন, এই দাবিতে কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী ও ছেলে আদালতে আবেদন করতে পারেন ৷ তাঁরা এই মামলা থেকে অব্যাহতি চাইবেন ৷ এই তালিকায় একটি রিয়েল এস্টেট সংস্থার তিন কর্মীও রয়েছেন ৷ উল্লেখ্য, চার্জগঠনের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য বিদেশ থেকে এসেছিলেন আদালতে হাজিরা দিতে ৷
জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায় সবুজ শাড়িতে আদালতে উপস্থিত হন ৷ এজলাসে উপস্থিত একাংশের মতে, কাঠগড়ায় থাকা পার্থকে উঁকি দিতে দেখা যায় ভিজিটর সিটের দিকে ৷ যেখানে অর্পিতা বসেছিলেন ৷ কিন্তু, আইনজীবীদের ভিড়ের কারণে, সবুজ শাড়ি পরিহিতা অর্পিতার দর্শন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ তবে, এজলাসে এ দিন অর্পিতাকে বেশ হাসিখুশি দেখিয়েছে বলে সূত্রের খবর ৷