পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালীঘাটের কাকু অসুস্থ, ফের পিছিয়ে গেল ইডি মামলায় চার্জ গঠন - PRIMARY RECRUITMENT CASE

প্রাথমিক দুর্নীতি-কাণ্ডে ইডির মামলায় সোমবার চার্জ গঠন হওয়ার কথা ছিল ৷ কিন্তু কালীঘাটের কাকু সকালে অসুস্থ হয়ে পড়েন ৷ তাই তিনি আদালতে আসতে পারেননি ৷

primary recruitment ED case
কালীঘাটের কাকু অসুস্থ থাকায় পিছিয়ে গেল ইডির মামলায় চার্জ গঠন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 2:54 PM IST

Updated : Dec 30, 2024, 4:56 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: ইডির নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারও হল না চার্জ গঠন । কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ থাকায় ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালতে আসতে পারেননি তিনি । তাই আজ চার্জ গঠন মুলতুবি রাখলেন বিচারক শুভেন্দু সাহা ।

সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী সোমনাথ সান্যাল এদিন আদালতে বলেন, "সকালে আদালতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন তিনি । কার্ডিয়াক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে প্রথমে ভর্তি করানো হয় তাঁকে । পরে অবস্থার অবনতি হলে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।"

ইডি মামলায় চার্জ গঠন হল না সোমবার (ইটিভি ভারত)

ইডির নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 2 জানুয়ারি ধার্য করা হয়েছে । তবে, বিচারক এদিন বলেন, "সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার যে রিপোর্ট দেওয়া হবে, তার উপর ভিত্তি করে আদালত পরবর্তী নির্দেশ দেবে ।" বিচারক আরও বলেন, "আমি আজ চেষ্টা করেছিলাম, কিন্তু চার্জ গঠন হল না ।"

বেসরকারি হাসপাতালকে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক । 2 জানুয়ারি এই রিপোর্ট জমা দিতে হবে আদালতে ।

বিচারক শুভেন্দু সাহা এ দিন বলেন, "তাঁর (সুজয়কৃষ্ণ ভদ্রের) সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার আছে । অভিযুক্তকে তাঁর চিকিৎসার জন্য শিফট করার নির্দেশ দেওয়া হল । তাঁর পরিস্থিতি বিবেচনা করে এই অনুমতি দেওয়া হল । এই ধরনের শিফটিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হল কলকাতা পুলিশকে । এই নির্দেশ প্রেসিডেন্সি জেলের সুপার, এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর, কলকাতার পুলিশ কমিশনারকে পাঠানোর নির্দেশ দেওয়া হল ।"

উল্লেখ্য, এ দিন চার্জ গঠনের জন্য সব অভিযুক্তকে সশরীর হাজির হতে নির্দেশ দিয়েছিলেন বিচারক শুভেন্দু সাহা । কিন্তু সুজয়কৃষ্ণ ভদ্র ফের অসুস্থ হয়ে পড়ায় সেই প্রক্রিয়া ফের থমকে গেল । প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায় মোট 54 জন অভিযুক্ত রয়েছে । সুপ্রিম কোর্ট নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে চার্জ গঠন করে বিচারপর্ব শেষ করতে নির্দেশ দিয়েছে । সেই মতো সোমবার চার্জ গঠন ছিল ৷ কিন্তু তা হল না ৷

Last Updated : Dec 30, 2024, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details