পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোপনে জমির রেকর্ড বদল ! হাসনাবাদের বিএলআরও অফিসে ধুন্ধুমার - CHAOS IN BLRO OFFICE IN HASNABAD

জমি নিয়ে বিবাদের জেরে ধুন্ধুমার কাণ্ড বিএলআরও অফিসে ৷ বিবদমান দুই পক্ষের মধ্যে একপক্ষের অভিযোগ, অফিসের কর্মীদের কারসাজিতে জমির রেকর্ড বদলে গিয়েছে ৷

Mayhem in BLRO Office in Hasnabad North 24 parganas
হাসনাবাদের বিএলআরও কার্যালয়ে জমির রেকর্ড বদল ঘিরে ধুন্ধুমার কাণ্ড (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 10:13 PM IST

হাসনাবাদ, 24 ফেব্রুয়ারি: টাকা দিয়ে গোপনে জমির রেকর্ড বদল করা হয়েছে ৷ এই অভিযোগে ধুন্ধুমার-কাণ্ড বাধল উত্তর 24 পরগনার হাসনাবাদের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ৷ অভিযোগ, জমি দখলের প্রতিবাদ করায় বিএলআরও অফিসে তিন প্রতিবাদী মহিলাকে বেধড়ক মারধর করেন দফতরের কর্মীরা ৷

পাশাপাশি বিএলআরও-র চেম্বারে ঢুকে তাঁকে মারধর করারও অভিযোগ উঠেছে প্রতিবাদীদের বিরুদ্ধে ৷ এই ঘনটার জেরে সোমবার রীতিমতো তপ্ত হয়ে ওঠে হাসনাবাদের বিএলআরও অফিস ৷ খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

হাসনাবাদের বিএলআরও কার্যালয়ে জমির রেকর্ড বদল ঘিরে ধুন্ধুমার কাণ্ড (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুর গ্রামের বাসিন্দা রাজেশ দাসের পারিবারিক একটি জমি গোপনে অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত হয়ে গিয়েছে ৷ বিষয়টি পরে জানতে পারেন রাজেশ ও তাঁর পরিবারের সদস্যরা ৷ এনিয়ে হাসনাবাদ ভূমি সংস্কার দফতরের দ্বারস্থ হন তাঁরা ৷ তাঁদের নায্য জমি ফিরিয়ে দেওয়ার আবেদন করা হয় ৷

এদিকে রাজেশ দাসের পরিবারের অভিযোগ, দফতরের পক্ষ থেকে সেই জমির রেকর্ড তাদের নামে ফিরিয়ে দেওয়া হয়নি ৷ শুধু তাই নয়, বাদী-বিবাদী দু'পক্ষকে ডেকে জমির বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেওয়া হলেও কোনও পদক্ষেপ করেননি বিএলআরও ৷

এদিন দুপুরে রাজেশ দাস ও তাঁর স্ত্রী-সহ দুই বোন হাসনাবাদ ভূমি ও ভূমি সংস্কার দফতরে আসেন ৷ এরপর তাঁরা বিএলআরও তপনকুমার বসুর চেম্বারে যান ৷ তাঁকে সরাসরি প্রশ্ন করেন, "কীভাবে তাঁদের জমির রেকর্ড গোপনে বদল হয়ে গেল অন্য ব্যক্তির নামে !" দফতরের কর্মীদের কারসাজি ছাড়া এ কাজ হতে পারে না বলেও ভূমি সংস্কার অধিকারিকেরকে জানান রাজেশের পরিবার ৷ তাঁদের দাবি, "প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি বিএলআরও ৷"

তখনই দু-এক কথায় বাকবিতণ্ডা শুরু হয়ে যায় ৷ অভিযোগ, এরপরই চেম্বারের ভিতরে রাজেশবাবুর পরিবারের সদস্যরা বিএলআরওকে হেনস্তা ও মারধর করেন ৷ দফতরের সিসিটিভি ফুটেজে বিএলআরও তপনকুমার বসুকে হেনস্থা করার দৃশ্য ধরা পড়েছে ! এই ঘটনায় পাল্টা রাজেশের পরিবার অভিযোগ, 'দফতরের কর্মী ও বহিরাগত লোকজন তাঁদের মারধর করে অফিস থেকে বের করে দিয়েছেন ৷ তাতে তিন প্রতিবাদী মহিলা আক্রান্ত হয়েছেন ৷"

এই বিষয়ে রাজেশ দাসের বড় বোন কাবেরী দাস বলেন, "আমাদের পৈর্তৃক জমি গোপনে অন্য ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়া হয়েছে ৷ বিষয়টি জানতে পেরে আমরা অভিযোগ করি ৷ কিন্তু ভূমি সংস্কার দফতরের অধিকারিকের কাছ থেকে কোনও সহযোগিতা পাচ্ছিলাম না ৷ আজ তিনি আমাদের অফিসে আসতে বলেছিলেন ৷ এখানে আসার পর আমাদের মারধর করা হল ৷ আমরা অনেকেই আক্রান্ত হয়েছি ৷ আমার ভাইয়ের স্ত্রী গুরুতর জখম হয়েছেন ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷"

এদিকে, ঘটনার পিছনে দফতরের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন হাসনাবাদের বিএলআরও তপনকুমার বসু ৷ তিনি বলেন, "বাদী-বিবাদী দু'পক্ষের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ কিন্তু তার আগেই এই জমির রেকর্ড বদল হয়ে গিয়েছে ৷ একজনের গাফিলতির জন‍্যই এই কাণ্ড ঘটেছে ৷ যাদের জমি তাঁদের পুনরায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছিল ৷ পুলিশকে আমরা সিসিটিভির ফুটেজ দেখিয়েছি ৷ তারা যা করার করবে ৷"

অন‍্যদিকে, গণ্ডগোলের খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ পৌঁছয় বিএলআরও অফিসে ৷ সেখানে দু'পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয় তারা ৷ পরে, দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ দায়ের করে হাসনাবাদ থানায় ৷ অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান ৷

ABOUT THE AUTHOR

...view details