রামপুরহাট , 2 ফেব্রুয়ারি: কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে দেখতে উপচে পড়ল ভিড় ৷ তার জেরেই শুক্রবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল বীরভূমের রামপুরহাটে ৷ মধ্যাহ্নভোজনের স্থানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় কংগ্রেস কর্মীদের ৷ অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রার জন্য প্রায় 15টি অভিযোগ জমা পড়েছে বীরভূম পুলিশের কাছে ৷ এই সমস্ত অভিযোগ করেছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকরা ৷
পশ্চিমবঙ্গে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিনে ছিল বীরভূম জেলা সফর ৷ তারাপীঠের বুধিগ্রাম থেকে প্রায় 55 কিলোমিটার দূরে রাজগ্রাম পর্যন্ত ছিল এই যাত্রা ৷ কিন্তু, এদিন থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । তাই রাহুল গান্ধির এই কর্মসূচিতে অনুমতি ছিল না বীরভূম পুলিশের ৷ তা সত্ত্বেও ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করে বীরভূমে ৷
বীরভূমে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় চরম বিশৃঙ্খলা - বীরভূমে ভারত জোড়ো ন্যায় যাত্রা
Bharat Jodo Nyay Yatra: বীরভূমে রাহুল গান্ধিকে দেখতে জমল ভিড় ৷ ভারত জোড়ো ন্যায় যাত্রা সামাল দিতে হিমসিম খেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷
বীরভূমে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় চরম বিশৃঙ্খলা
Published : Feb 2, 2024, 5:07 PM IST
সবমিলিয়ে বাংলা সফরে একের পর এক বেগ পেতে দেখা যাচ্ছে কংগ্রেস নেতার ভারত জোড়ো যাত্রায় ৷ বীরভূম সফর শেষে এদিনই ঝাড়খণ্ডে প্রবেশ করেছে রাহুলের কনভয় ৷ অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রার থাকার ফলে অসুবিধার সম্মুখীন হয়েছেন বহু পরীক্ষার্থী ও অভিভাবকরা ৷ ইতিমধ্যের বীরভূম জেলা পুলিশের কাছে 15 জন অভিভাবক এই নিয়ে অভিযোগ করেছেন ৷
আরও পড়ুন :