কলকাতা, 3 এপ্রিল: চারজন বিজেপি নেতার নিরাপত্তার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র সরকার ৷ যার মধ্যে রয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহার জেলার কার্যনির্বাহী সদস্য তাপস দাস ৷
27 মার্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'ওয়াই প্লাস' ক্যাটেগরিতে নিরাপত্তা দেওয়া হয় ৷ অর্জুন সিংকে দেওয়া হয় 'জেড' ক্যাটাগরি নিরাপত্তা ৷ সাধারণত দেশের মন্ত্রীরা জেড ক্যাটেগরির নিরাপত্তা পেয়ে থাকেন ৷ এরপর 29 মার্চ অভিজিৎ বর্মন এবং তাপস দাসকে 'এক্স' ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় । এর আগে দুই বিজেপি নেতাই বিভিন্ন সময় হুমকি পেয়েছিলেন ৷ তারপরেই তাঁদের নিরাপত্তা দেয় কেন্দ্র ৷ উচ্চতর নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে, স্বরাষ্ট্রমন্ত্রক (MHA) ভারতজুড়ে সাতটি ধাপে 19 এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের আগে চার বিজেপি নেতাকে নিরাপত্তা দিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।