পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান - Central Force Jawan Arrest - CENTRAL FORCE JAWAN ARREST

Central Force Jawan Arrest: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান ৷ সিআরপিএফ-এর এই জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ ৷ অভিযোগ, ভোটের কাজ সেরে ফেরার পথে দুই মহিলার সঙ্গে শ্লীলতাহানি করেন তিনি ৷

Central Force Jawan Arrest
গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 10:24 AM IST

Updated : Jun 3, 2024, 12:28 PM IST

কলকাতা, 3 জুন: শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ ভোটের কাজ সেরে ফেরার পর এবার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক জওয়ান ৷ সিআরপিএফ-এর এই জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ ৷ এই ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেছে রাজ্যের শাসক শিবির ৷ তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে দলের তরফে লেখা হয়েছে, "শ্লীলতাহানির জন্য কলকাতায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন সিআরপিএফ জওয়ান! উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর কলকাতা ৷ সেন্ট্রাল রিজার্ভ 'প্রিডেটরি ফোর্স'গুলি বাংলার মহিলাদের মর্যাদা লঙ্ঘনের ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এবার কেন মুখে কুলুপ এটেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷"

ধৃত কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানের নাম তিরঞ্জন প্রধান ৷ বারুইপুর থেকে নির্বাচনী ডিউটি সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে । পরে উত্তর কলকাতায় আসেন থাকার জন্য । অভিযোগ, টালা ব্রিজের কাছে দুই মহিলার গায়ে হাত দেন অভিযুক্ত এই জওয়ান, শ্লীলতাহানি করেন । এরপরই ওই দুই মহিলা চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করেন । খবর যায় স্থানীয় চিৎপুর থানার পুলিশ ৷

জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে লোকসভা নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই সিআরপিএফ জাওয়ান ৷ শনিবার ডিউটি সেরে ফেরার পর তিনি উত্তর কলকাতার কাশীপুরে আসেন থাকার জন্য । পরে রাতে কলকাতা স্টেশন থেকে তাঁর ট্রেন ধরার কথা ছিল। অভিযোগ, তার আগেই রাতের অন্ধকারে দুই মহিলার শ্লীলতাহানি করেন ওই জওয়ান ৷

সোমবার সকালে ওই সিআরপিএফ জওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য চিৎপুর থানায় আসেন কলকাতা পুলিশের মহিলা কর্মীরা । সেইসঙ্গে বয়ান রেকর্ডের জন্য মহিলাদের থানায় ডেকে পাঠানো হয় ৷ জানা গিয়েছে, অভিযোগকারিণী দুই মহিলা সম্পর্কে দিদি এবং বোন ৷ ঘটনার সময় ওই সিআরপিএফ জওয়ান মদ্যপ অবস্থায় ছিল বলে জানা গিয়েছে । মহিলারা চিৎকার করলে ওই সিআরপিএফ জওয়ান ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন । স্থানীয়রা এই জওয়ানকে ধরে রেখে মারধর করে বলেও অভিযোগ ৷

ভোটের কাজে এসে এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের শ্লীলতাহানির ঘটনা এই প্রথম নয়। ভোট চলাকালীন হাওড়ায় শ্লীলতাহানির অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে । গাছে বেঁধে তাঁকে মারধরের অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে ৷ পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর ৷

Last Updated : Jun 3, 2024, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details