কলকাতা, 7 ফেব্রুয়ারি: দিনক্ষণ ঘোষণা না হলেও আসন্ন লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ মার্চের শুরুতেই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । মুখ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে, 1 মার্চ অথবা মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসবে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ । সবকিছু পরিকল্পনামাফিক এগোলে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে ।
লোকসভা ভোট নিয়ে গতবছর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন । জেলাশাসক এবং প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এই নিয়ে দফায় দফায় বৈঠকও করেছে কমিশন । অন্যান্য বারের চেয়ে অনেক আগে ভোট সংক্রান্ত বিষয়ে প্রকাশিত হয়েছে বেশ কিছু বিজ্ঞপ্তিও । রাজ্যের নির্বাচনী প্রস্তুতি কাজ কেমন চলছে, কোথাও কোনও সমস্যা রয়েছে কি না, কোন এলাকায় নিরাপত্তায় আরও জোর দেওয়ার প্রয়োজন রয়েছে এই সব বিষয়-সহ অন্যান্য একাধিক বিষয় খতিয়ে দেখতেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ ।
এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, 1 মার্চ কলকাতায় পৌঁছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-সহ অন্যান্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে ফুল বেঞ্চ । 2 মার্চ সকাল 10টা থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে করবে বৈঠক করবেন ফুল বেঞ্চের আধিকারিকরা । অভাব অভিযোগ শুনবেন । এরপর সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক চলবে । 3 মার্চ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সঙ্গে হবে বৈঠক । এরপর বৈঠক করবে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবের সঙ্গে ৷ তারপরেই জাতীয় নির্বাচন কমিশন মুখোমুখি হবে সংবাদমাধ্যমের । সব মিটিয়ে ওইদিনই ফুল বেঞ্চ দিল্লি ফিরে যাবে ৷
বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যেও একইভাবে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন । এরপর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের একটি মেগা বৈঠকের পরেই আগামী 10 মার্চের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে ।
আরও পড়ুন :
- লোকসভা ভোট কি 16 এপ্রিল, উত্তর দিতে বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন
- নিয়মের ব্যতিক্রম, লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সিআরপিএফ
- ভোট প্রচারে শিশুদের ব্যবহারে নিষেধাজ্ঞা, অমান্য হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের