পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর: বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই পদক্ষেপ করতে পারে, হাইকোর্টে জানাল কেন্দ্র - CALCUTTA HIGH COURT

আরজি করের ঘটনায় বিনীত গোয়েলের বিরুদ্ধে রাজ্যই পদক্ষেপ করতে পারে বলে কলকাতা হাইকোর্টে জানাল কেন্দ্র ৷

ETV BHARAT
কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 1:50 PM IST

কলকাতা, 21 নভেম্বর:আরজি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি শৃঙ্খলাভঙ্গের অপরাধে কোনও ব্যবস্থা নিতে হয়, তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে ৷ কলকাতা হাইকোর্টে একথা জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী ।

আরজি করের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ করায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । সেই মামলায় কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন, আইপিএস-দের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কোনও পদক্ষেপ কে নিতে পারে ?

তার উত্তরে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে আইপিএস-রা রাজ্যে কর্মরত, তাঁদের ব্যাপারে কোনও পদক্ষেপ করতে পারে রাজ্যই । তাঁর বিরুদ্ধে কোনও শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা যদি নিতে হয়, তাহলে সেটা রাজ্যই নিতে পারে । তবে রাজ্য যদি কোনও পদক্ষেপ না করে বা রাজ্যের পদক্ষেপে কেন্দ্র যদি সন্তষ্ট না-হয়, তবে তারা আপিল করতে পারে । আপাতত এই মামলায় মামলাকারীকে ফের রাজ্য-সহ অন্যান্য সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী 23 ডিসেম্বর ফের মামলার শুনানি ।

উল্লেখ্য, আরজি করের 9 অগস্টের ঘটনা সামনে আসার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করেছিলেন বলে অভিযোগ ওঠে । বিনীত গোয়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও তাঁকে অপসারণের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা । একইসঙ্গে, সুপ্রিম কোর্টেও এই সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল । কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টকেই বিষয়টি নিস্পত্তি করতে নির্দেশ দেয় ।

ABOUT THE AUTHOR

...view details