পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সূচনা বিধান রায়ের হাতে, 75 বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ - JOURNALISM DEPARTMENT OF CU - JOURNALISM DEPARTMENT OF CU

শোভাযাত্রা ও বছর ব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের 75 বছরপূর্তি উপলক্ষ্যে ৷ 1950 সালে এই বিভাগের সূচনা হয়েছিল ৷

75 YEARS OF CU JOURNALISM
7 অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের 75 বছরে পদার্পণ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 8:47 PM IST

কলকাতা, 6 অক্টোবর: কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের 75 তম বছরে পদার্পণ করবে 7 অক্টোবর সোমবার ৷ আর সেই উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে ৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ শিক্ষা প্রাঙ্গণ (কলেজ স্ট্রিট ক্যাম্পাস) থেকে সকাল সাড়ে দশটায় শোভাযাত্রা শুরু হবে ৷

এই শোভাযাত্রার সূচনা করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শান্তা দত্ত (দে) ৷ অতিথি হিসেবে থাকবেন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর দেবাশিস দাস ৷ শোভাযাত্রা শেষ হবে সুবোধ মল্লিক স্কোয়ারের পাশে রাজা সুবোধ মল্লিকের বাড়ির সামনে ৷

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রধান, অধ্যাপক পীযূষকান্তি পানিগ্রাহী বলেন, "1950 সালে এই দিনে উপমহাদেশের প্রাচীনতম ও বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় দু’বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন প্রাক্তন উপাচার্য এবং তৎকালীন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়। বিচারপতি শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৷ কলকাতা বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ায় সাংবাদিকতার শিক্ষার পথপ্রদর্শকদের মধ্যে অন্যতম ৷ ভারতের প্রথম প্রেস কমিশনের 1954 সালে প্রদত্ত রিপোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা পাঠক্রমের প্রশংসা করেছিল ৷"

  • কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কোর্সের 75 তম বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বছরব্যাপী উদযাপন করা হবে বলে জানান বিভাগের অধ্যাপক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অঞ্জন বেরা ৷ তিনি মোট 7 দফা পরিকল্পনার কথা জানিয়েছেন ৷
  • প্রখ্যাত শিক্ষাবিদ, পেশাদার, গবেষক এবং মিডিয়া বিশেষজ্ঞদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ এবং কনভেনশনের পরিকল্পনা করা হচ্ছে ৷ ছাত্র-ছাত্রী এবং তরুণ গবেষকদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে ৷
  • সাংবাদিকতা ও গণজ্ঞাপনের পেশাজীবীদের নানা সংগঠন এবং অ্যাকাডেমিক সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কর্মসূচী নেওয়া হচ্ছে ৷
  • কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজগুলির সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন ৷
  • শিক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পরিকাঠামো সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে ৷
  • সাংবাদিকতা ও গণজ্ঞাপন শিক্ষার ইতিহাস ও তার নানান দিক নিয়ে লেখা প্রবন্ধের একটি স্মারক সংকলন গ্রন্থ প্রকাশ করা হবে ৷ দেশ ও বিদেশের প্রখ্যাত মিডিয়া ও জ্ঞাপন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে সংকলনে লেখার জন্য ৷
  • সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একটি ষান্মাষিক আ্যাকাডেমিক জার্নাল নিয়মিতভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে ৷
  • বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বিভাগের ইতিহাস সংক্রান্ত তথ্যাদি আপলোড করা হবে ৷

ABOUT THE AUTHOR

...view details