কলকাতা, 28 সেপ্টেম্বর: শহরের আরও একটি সরকারি হাসপাতালে হেনস্থার শিকার হতে হল চিকিৎসকদের । ফিমেল ওয়ার্ডে ঢুকে চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হন রোগী পরিবার । তারপর শুক্রবার রাত থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। শনিবারও পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাঁদের স্পষ্ট দাবি, নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা কাজ করবেন না। পরিস্থিতি সামাল দিতে বৈঠকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাউন্সিল। বৈঠকে যোগ দিয়েছেন পিজিটিরা। পাশাপাশি তাঁদের তরফে দশদফা দাবিও জানানো হয়েছে। কিন্তু সেই মিটিং-এর সিদ্ধান্ত যাই হোক না কেন, নিরাপত্তা সুনিশ্চিত না হলে কাজে যোগদান নয় বলে স্পষ্ট জানান জুনিয়র চিকিৎসকরা ৷
তবে শুধুমাত্র জুনিয়ার চিকিৎসকরা নন, শনিবার অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান নার্সরাও। তাঁদের অভিযোগ, রোগীর পরিবারের সদস্যরা তাঁদের রেস্টরুমেও ঢুকে গিয়েছিলেন। শুধু তাই নয়, তাঁদের উপর হামলাও চালানো হয় বলে অভিযোগ। নার্সদের দাবি, সেই সময় ঘটনাস্থলে পুলিশকে দেখা যায়নি। তাঁদের আরও অভিযোগ, রোগীর পরিবারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, এখানকার পরিস্থিতিও আরজি করের মতো করে দেওয়া হবে। ফলে নিজেদেরকে সুরক্ষিত মনে করছেন না জুনিয়র চিকিৎসক ও নার্স কেউই ।
অন্যদিকে, রাজ্যের বাকি সমস্ত সরকারি হাসপাতালগুলিতেও এদিন বৈঠকে বসেছেন। এরপরই জুনিয়র চিকিৎসক ফ্রন্টের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যাবে ৷ ফের রাজ্যের সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা সম্পূর্ণ কর্মবিরতি শুরু করবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে এদিনই ৷