কলকাতা, 8 ফেব্রুয়ারি:আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শীঘ্রই চালু হতে চলেছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত মেট্রো পরিষেবা ৷ কলকাতা মেট্রো রেলের তরফে আগেই জানানো হয়েছিল যে, পরিদর্শনে সন্তুষ্ট চিফ সেফটি কমিশনার অব রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ও তাঁর পর্যবেক্ষক দল। ওই অংশে যাত্রী পরিষেবা চালু করতে অনুমোদন মিলেছে । তবে কবে থেকে বাণিজ্যিক পরিষেবা চালু হবে সেই তারিখ এখনও জানা যায়নি।
গত 4 ফেব্রুয়ারি, রবিবার থেকে কলকাতা মেট্রোর তিনটি রুট পরিদর্শন করেছেন চিফ সেফটি কমিশনার অব রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ ও তাঁর দল। রবিবার তিনি তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রোর কাজ পরিদর্শন করে ছিলেন । এরপর সোমবার ও মঙ্গলবার পরপর দু’দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত পরিদর্শন করেন তাঁরা।
বুধবারও অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের মেট্রো স্টেশনের অংশ পরিদর্শন করেন সিসিআরএস আধিকারিকরা। অরেঞ্জ লাইন খুঁটিয়ে পরিদর্শনের পর সন্তুষ্ট সিসিআরএস। এরপরই অরেঞ্জ লাইনের এই অংশে যাত্রী পরিষেবা শুরু করার অনুমোদন মিলেছে। তবে আপাতত ওয়ান ট্রেন ওয়ান সিস্টেম ব্যবস্থায় যাত্রী পরিষেবা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আপ ও ডাউন লাইনে ইলেকট্রনিক ইন্টারলকিং বা ইআই ব্যবস্থায় চলবে ট্রেন। এই অনুমোদন এক বছরের জন্য বৈধ থাকবে।