পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পলিগ্রাফের পর এবার সঞ্জয়ের নারকো পরীক্ষা করাতে চায় সিবিআই - RG Kar Doctor Rape and Murder

RG Kar Doctor Rape and Murder: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় ৷ কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট আগেই করেছে সিবিআই ৷ এবার নারকো টেস্ট করা হবে ৷

RG Kar Doctor Rape and Murder
পলিগ্রাফের পর এবার সঞ্জয়ের নারকো পরীক্ষা করাবে সিবিআই (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 1:52 PM IST

Updated : Sep 13, 2024, 3:01 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: পলিগ্রাফের এবার নারকো পরীক্ষা করা হবে সঞ্জয় রায়ের । এই পরীক্ষার জন্য আদালতে আবেদন করে সিবিআই ৷ সেই কারণে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে শুক্রবার পেশ করার নির্দেশ দিয়েছিল আদালত ৷ সেই মতো এ দিন তাঁকে শিয়ালদা আদালতে পেশ করে সিবিআই ৷

সঞ্জয় রায়কে এই মামলায় কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল ৷ পরে তাকে হেফাজতে নেয় সিবিআই ৷ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত ৷ তার পর গত 6 সেপ্টেম্বর তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করে সিবিআই ৷ যদিও এই সময়ের মধ্যে সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করে নেয় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷

সিবিআই সূত্রে খবর, সেখানে এমন কিছু প্রশ্ন করা হয়েছিল, যেগুলির সদুত্তর দেননি সঞ্জয় রায় ৷ সেই উত্তরগুলোই এবার তাঁর থেকে জানতে নারকো টেস্টের পরিকল্পনা করে সিবিআই ৷ সেই মতো আদালতে আবেদন জানানো হয় ৷ এর পরই আদালতের তরফে সঞ্জয় রায়কে পেশ করার নির্দেশ দেওয়া হয় ৷ সেই মতো শুক্রবার তাঁকে শিয়ালদা আদালতে পেশ করে সিবিআই ৷

সূত্রের খবর, নারকো পরীক্ষায় সঞ্জয়ের সম্মতি আছে কি না, তা বিচারক জানতে চাইবেন ৷ সেই কারণেই তাঁকে আদালতে পেশ করা হয়েছে ৷ এর পরই এই নিয়ে নির্দেশ দেবেন বিচারক ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের নির্দেশ জানা যায়নি ৷

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়েছে যে তারা তদন্তভার নেওয়ার পরই তথ্যপ্রমাণে গরিমল করে দেওয়া হয়েছে ৷ ফলে এই মামলায় তদন্ত করতে প্রতিপদে বাধা পেতে হচ্ছে ৷ তাই সঞ্জয়ের নারকো টেস্ট করিয়ে নতুন কোনও তথ্য সিবিআইয়ের হাতে উঠে আসে কি না, সেটাই এখন দেখার !

Last Updated : Sep 13, 2024, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details