কলকাতা, 22 মার্চ: 'সন্দেশখালির বাদশা' বলে পরিচিত বর্তমানে সিবিআই হেফাজতে থাকা শেখ শাহজাহানের বিদেশ যাত্রার উপর এবার নজর সিবিআইয়ের। জানা গিয়েছে, 2014 থেকে 2021 সালের মধ্যে একাধিকবার বিদেশে গিয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু সিবিআই-এর অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে 2019 সালে এবং 2021 সালের মধ্যে বেশ কয়েকটি খুনের মামলা-সহ খুনের চেষ্টা এবং মারধরের অভিযোগে বিভিন্ন থানায় এফআইআর রুজু হয়েছিল।
সিবিআই-এর প্রশ্ন, যে ব্যক্তির বিরুদ্ধে এতগুলি খুন এবং খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়ে রয়েছে, সেই ব্যক্তি কীভাবে পাসপোর্ট পেল ? এছাড়াও যদি শেখ শাহজাহান পাসপোর্ট পেয়েই থাকে সে ক্ষেত্রে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর কেন তার পাসপোর্ট ক্যান্সেল বা বাতিল করল না পুলিশ ? এছাড়াও শেখ শাহজাহান কেন বিদেশের ভ্রমণ করতে যেতেন সেই বিষয়েও জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা।
সূত্রের খবর, এদিন সকাল থেকে শেখ শাহজাহানকে জেরা করার পর একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি ভালোভাবে যাচাই করার পর শুক্রবার সিবিআই আধিকারিকরা দিল্লিতে সিবিআই-এর সদর দফতরের আধিকারিকদের সঙ্গে একটি ভিডিয়ো কনফারেন্স করেন। এরপরই দেখা যায় ওইদিন দুপুরে সিবিআই-এর একটি বড় দল সিআরপিএফ-এর জাওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন।
সিবিআই সূত্রের খবর, শেখ শাহজাহান কীভাবে পাসপোর্ট পেল এবং তার পাসপোর্টের রিনিউ-এর দায়িত্বে সন্দেশখালি কোন আধিকারিক ছিলেন তা জানার জন্যই সন্দেশখালি উদ্দেশে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। যেহেতু সন্দেশখালি থানা বসিরহাট পুলিশ জেলার আওতাধীন ফলে বসিরহাট পুলিশ জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলতে পারেন সিবিআই আধিকারিকরা।