পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি কর-কাণ্ডে ধৃত টালা থানার প্রাক্তন ওসি'র স্ত্রীকে তলব সিবিআইয়ের - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আরজি কর-কাণ্ডে এবার ধৃত টালা থানার প্রাক্তন ওসি-র স্ত্রীকে ডেকে পাঠাল সিবিআই ৷ তাঁর সঙ্গে এক আইনজীবীকেও সোমবার তলব করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷

RG Kar Doctor Rape and Murder
টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকে তলব সিবিআইয়ের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2024, 12:42 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর:আরজি কর-কাণ্ডে ধৃত টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলের স্ত্রীকে তলব করল সিবিআই । জানা গিয়েছে, আজ দুপুর 12টা 30 মিনিটের মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে যেতে বলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । পাশাপাশি একজন আইনজীবীকেও ডেকে পাঠিয়েছে সিবিআই । যদিও কী কারণে তাঁদেরকে তলব করা হয়েছে বিষয়টি এখনও স্পষ্ট নয় ।

সিবিআই সূত্রে খবর, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁর ফোন থেকে বেশ কয়েকটি নম্বর পাওয়া গিয়েছে । সেই নম্বরগুলির মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলতেন অভিজিৎ মণ্ডল । সেই সব নম্বরের মধ্যে তাঁর স্ত্রীর নম্বরও পেয়েছেন তদন্তকারীরা । আর এ জন্যই ওসির স্ত্রীকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে ।

ইতিমধ্যেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুর্নীতি-কাণ্ডে তদন্তে নেমেছে সিবিআই এবং ইডি । তবে গত সপ্তাহে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই । মূলত টালা থানার ওসিকে যেসব কারণে গ্রেফতার করা হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে, ঘটনাস্থল সংরক্ষিত করে না-রাখা, তথ্য প্রমাণ লোপাট করা এবং তদন্তকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে তদন্তকে ভুল পথে পরিচালিত করা ।

জানা গিয়েছে, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করবে সিবিআই । তাঁদের রবিবার তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত । এই ঘটনায় অপর অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে প্রথমেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ । বর্তমানে তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details