কলকাতা, 15 অগস্ট: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় পাঁচজন চিকিৎসককে তলব করল সিবিআই ৷ বৃহস্পতিবারই তাদের হাজিরা দিতে বলা হয় সল্টলেক সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের অফিসে ৷ সিবিআই সূত্রে খবর, সমন পেয়েই সিবিআইয়ের অফিসে হাজির হন ওই চিকিৎসকরা ৷ ওই তালিকায় আরজি কর হাসপাতালের এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ, চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক অরুনাভ দত্ত চৌধুরী রয়েছেন ৷
মূলত, বয়ান রেকর্ড করতেই ডাকা হয়েছে ৷ তাছাড়া তাঁদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে বৃহস্পতিবার রাতে ঠিক কী হয়েছিল ? কীভাবে গোটা ঘটনার তদন্ত পুলিশ চালাচ্ছিল ও পুলিশকে কীভাবে হাসপাতালে তরফ থেকে সাহায্য করা হয়েছিল ? ময়নাতদন্ত কীভাবে হয়েছিল ? তবে সিবিআই সূত্রে খবর, ওই দু’জনের কাছ থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সম্পর্কে একাধিক তথ্য সংগ্রহ করা হবে ৷
এর পর হয়তো হাসপাতালের নার্সিং কর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ৷ কারণ, তদন্তকারীরা পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করে জানতে পেরেছেন যে শুধুমাত্র চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করলে হবে না ৷ নার্সিং স্টাফদের জিজ্ঞাসাবাদ জরুরি ৷ সিবিআই সূত্র মারফত আরও জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে কলকাতা পুলিশের তরফে যে সিট গঠন করা হয়েছিল, তার সদস্য়দেরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ সন্দীপ ঘোষের কাছ থেকে তাঁরা কী তথ্য পেয়েছিলেন, সেটাই জানতে চায় সিবিআই ৷