কলকাতা, 11 মার্চ: জিয়াউদ্দিনের পর নিজাম প্যালেসে শেখ শাহজাহানের অপর ঘনিষ্ঠ দিদার বক্স এলেন নিজাম প্যালেসে ৷ শাহজাহানের মোট আট ঘনিষ্ঠকে তলব করেছে সিবিআই ৷ এর মধ্যে মুখ্য দুই মুখ জিয়াউদ্দিন ও দিদার বক্স ৷ শেষ পাওয়া খবর, দিদার বক্সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিবিআই সূত্রের খবর, এই দিদার বক্স মূলত শেখ শাহাজাহানের অফিসে বসতেন। এছাড়াও তার কাজ ছিল টাকা শেখ শাহাজাহানের বাড়ি ও অফিস থেকে অন্যত্র সরবরাহ করা।
নিজাম প্যালেসের 13 তলায় সিবিআই দিদার বক্সকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নিজাম প্যালেসেই অন্য একটি ঘরে জেরা করা হচ্ছে শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত জিয়াউল মোল্লাকে। জানা গিয়েছে তাদের বয়ান রেকর্ড করে তবেই এই বিষয় শেখ শাহজাহানকে জেরা করবেন সিবিআইয়ের তদন্তকারীরা।
কেন ইডি বা সিবিআই বিনা নোটিসে শেখ শাহজাহানের বাড়িতে এসে তল্লাশি অভিযান চালাবে ? গত 5 জানুয়ারি যখন রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) গোয়েন্দারা, সেই সময়ে জিয়াউদ্দিন মোল্লা নামে এই ব্যক্তি সংবাদ মাধ্যমকে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন। এরপরেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পাওয়ার পর জিয়াউদ্দিন মোল্লাকে ডেকে পাঠায় সিবিআই। সোমবার বেলা সাড়ে 11টা নাগাদ তিনি নিজাম প্যালেসে হাজির হন। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীরাও। শুধু জিয়াউদ্দিন নয়, তাঁর সঙ্গে আরও সাত জনকে তলব করেছে সিবিআই ৷ আগামী 14 তারিখের মধ্যে তাদের নিজাম প্য়ালেসে হাজির হতে বলা হয়েছে ৷ এরা সকলেই শাহজাহান ঘনিষ্ঠ বলেই দাবি সূত্রের ৷
জিয়াউদ্দিন মোল্লা সন্দেশখালির পঞ্চায়েত প্রধান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর গৌরব ভরিল ইতিমধ্যেই নিজাম প্য়ালেসে এসে নিজের বয়ান রেকর্ড করে গিয়েছেন। এবার সেই বয়ানের ভিত্তিতে এই জিয়াউদ্দিন মোল্লাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। জিয়াউদ্দিন মোল্লাকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা ৷