কলকাতা, 26 অগস্ট:আরজি কর কাণ্ডে ফের চিকিৎসক দেবাশিস সোমকে ডেকে পাঠালো সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে সারা দিয়ে সোমবার সকালে নিজাম প্যালেসে সিবিআই-এর দুর্নীতি দমন শাখার বিভাগে হাজিরা দিলেন দেবাশিস সোম ৷ রবিবার সকালে তাঁর কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা ৷
জানা গিয়েছে, রবিবার দেবাশিসবাবুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ৷ তবে তাঁর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি মেলার ফলে গতকাল নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই । আরজি কর হাসপাতালে সঠিক কিভাবে দুর্নীতি হতো? অভিযোগের আপনারা করার জন্য দেবাশিস শ্রমকে যশবাদের পর গতকাল রাতে কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়। সোমবার সকালে ফের সেই বিষয়ে আসেন নিজাম প্যালেসে ৷
দেবাশিস সোমের কাছ থেকে যা উত্তর মিলেছে তাতে অন্ধকারই রয়েছেন সংস্থার গোয়েন্দারা ৷ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কীভাবে দুর্নীতি করতেন? তার উত্তর এখনও অজানা ৷ হাসপাতালে কোন কোন প্রভাবশালীরা আসতেন ? পাশাপাশি একাধিক কাজের বরাত দেওয়া হতো কীভাবে ? এই সব বিষয়ে উত্তর পাওয়ার জন্য আজ দেবাশিস সোম ফের একবার নতুন করে সিবিআই গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন।
আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো ঘটনার পাশাপাশি হাসপাতালে দেদার দুর্নীতির অভিযোগ উঠে আসছে তদন্তে । এই দুটি বিষয় সমানভাবে তদন্ত করছে সিবিআই । অন্যদিকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে যে সকল নথিপত্র উদ্ধার হয়েছে, সেই সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য, আজ ফের সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সের ডাকা হয়েছে ।
এদিন, সন্দীপ ঘনিষ্ঠ প্রাক্তন হাসপাতাল সুপার সঞ্জয় বশিষ্ঠকেও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছে সিবিআই ৷ রবিবার প্রায় সারাদিন তাঁর বাঁড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ তার পরই তাঁকে তলব করে কেন্দ্রীয় সংস্থা। এদিন সকালে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয় তাঁকে । হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে যে তদন্ত করছে সিবিআই, তার প্রেক্ষিতেই সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হয়েছে বলেই সিবিআই সূত্রে খবর।