কলকাতা, 12 নভেম্বর: রাজ্যে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ফের ময়দানে নামল সিবিআই (Recruitment Scam in Ranaghat Municipality) । এবার রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে শুক্রবার নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই । একাধিক নথিপত্র আনতে বলা হয়েছে তাঁকে । যদিও এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ।
সিবিআই সূত্রে খবর, রাজ্যে পুরসভাগুলিতে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, তাতে ছিল রানাঘাট পুরসভাও । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই ঘটনার তদন্ত নেমে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করে জানতে পারেন যে বর্তমানে রানাঘাট পুরসভায় একাধিক কর্মী কাজ করছেন যারা যোগ্যই নয় ।
তদন্তকারীদের দাবি, পার্থসারথি রানাঘাট পুরসভার দায়িত্বে ছিলেন সেই সময় এই নিয়োগগুলি হয়েছে । কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হল, তা জানার জন্যই পার্থসারথিকে সিবিআই তলব করেছে বলে জানা গিয়েছে । এর আগে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের একাধিক পুরসভায় আচমকাই হানা দিয়েছিল সিবিআই ।