কলকাতা, 16 অগস্ট: আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ ৷ তদন্তভার সিবিআই নেওয়ার পর এখন সে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর হেফাজতেই রয়েছে ৷ প্রাথমিক তদন্তের পর ঘটনার রাতে সঞ্জয়ের গতিবিধি সম্বন্ধে একাধিক তথ্য পেয়েছে সিবিআই ৷ তার মোবাইল ফোন পরীক্ষা করেও আরও কিছু তথ্য এসেছে সিবিআইয়ের হাতে ৷
কী সেই তথ্য? কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ আরজি করে ঢুকতে দেখা যায় সঞ্জয়কে । কিছুক্ষণ পর আবার সে বেরিয়ে আসে । এরপরেই সঞ্জয় কয়েকজনকে নিয়ে কলকাতার বাইরে খেতে যায় ও মদ্যপান করে । অভিযোগ, এরপর প্রায় ভোর 4টে নাগাদ তাকে আর জি করের জরুরি বিভাগের চারতলার সেমিনার হলের দিকে হাঁটতে দেখা যায় । ওই সেমিনার হল থেকেই শুক্রবার সকালে নির্যাতিতার দেহ উদ্ধার হয় ৷ সিবিআই জানতে পারে যে আবার সেখান থেকে 30 থেকে প্রায় 35 মিনিট পর সে বেরিয়ে পড়ে ।
এখান থেকেই সিবিআইয়ের সন্দেহ এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে ৷ তাহলে কি সঞ্জয়ের সঙ্গীরাই সেই রাতে জঘন্য ওই অপরাধ করেছিল চিকিৎসক পড়ুয়ার সঙ্গে ? এই বিষয়ে মন্তব্যে নারাজ সিবিআই ৷ তবে তাদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সঞ্জয় রায়ের মোবাইল ফোন থেকে সিবিআইয়ের সাইবার ক্রাইম সেলের গোয়েন্দারা জানতে পেরেছেন একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ।