কলকাতা, 28 অক্টোবর:আরজি কর-কাণ্ডে অভিযুক্তসন্দীপ ঘোষের জামিন মামলায় আদালতের কাছে সময় চাইল সিবিআই । বিচারপতি শুভেন্দু সামন্ত মামলাটি 4 নভেম্বর কলকাতা হাইকোর্টের নিয়মিত (রেগুলার) বেঞ্চেই শুনানির নির্দেশ দিয়েছেন ৷
এদিন সন্দীপ ঘোষের তরফে আইনজীবী শৌভিক মিত্র বলেন, 14-15 দিনের হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর 21 অক্টোবর ফের সন্দীপ ঘোষকে আদালতে তোলার কথা ছিল ৷ কিন্তু সিবিআই তাঁকে হেফাজতের আবেদন জানায়নি । তাঁকে আদালতে হাজিরও করা হয়নি । এই কারণেই তাঁর জামিনের আবেদন জানানো হয়েছে । তাঁকে যে ভাবে সংশোধনাগারে রাখা হয়েছে তা বেআইনি । কলকাতা হাইকোর্টের তাঁর জামিন মঞ্জুর করা উচিত বলে সওয়াল করেন সন্দীপের আইনজীবী ।
সিবিআইয়ের আইনজীবী শুনানির সময় উপস্থিত ছিলেন না । পরে কেন্দ্রের তরফে সওয়ালকারী আইনজীবী অরুণ মাইতি জানান, "আইনসঙ্গত বিষয় রয়েছে । সেটা সিবিআইয়ের আইনজীবীই আদালতে বলতে পারবেন ।" তিনি শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানান । এরপর বিচারপতি প্রথমে মামলাটির শুনানি 30 অক্টোবর রাখছিলেন । কিন্তু কেন্দ্রের আইনজীবী শুনানি আরও পিছিয়ে দিতে বললে বিচারপতি এই মামলার শুনানির দিন 4 নভেম্বর ধার্য করেন ।