সন্দেশখালি, 17 মে: সন্দেশখালিতে এবার পৃথক ক্যাম্প অফিস খুলে তদন্ত চালাতে চাইছে সিবিআই ৷ আর সেখান থেকেই এবার সন্দেশখালি ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিবিআই ৷ হাইকোর্টের নির্দেশের পর এবার সিবিআইয়ের কাছে সেই ক্যাম্প অফিসে গিয়ে সরাসরি জানানো যাবে অভিযোগ ৷ এর আগে আদালতের নির্দেশে পোর্টাল খুলেছিল সিবিআই ৷ সেখানেও একাধিক অভিযোগ জমা পড়েছে বলে খবর ৷ এবার সরাসরি সন্দেশখালিতে বসে তদন্ত করতে চলেছে সিবিআই ৷ জানা গিয়েছে সন্দেশখালির ধামাখালিতে এই ক্যাম্প খুলেছে সিবিআই ৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ৷
গত 5 জানুয়ারি এনপোর্টমেন্ট ডিরেক্টরেট-এর গোয়েন্দারা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসে প্রহৃত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে রাজ্য-রাজনীতি তোলপাড় হয় ৷ শেখ শাহজাহান এবং তার ভাই আলমগিরকে গ্রেফতার করে সিবিআই । এরপরেই অভিযোগ ওঠে যে শাহজাহানের ওপর এক ভাই বর্তমানে পলাতক মিরাজ এবং তার দলবল এখনও ভয় দেখাচ্ছে । পাশাপাশি এর আগে শেখ শাহজাহানের দলবল তার অনুগামীরা নিরীহ মানুষকে কীভাবে অত্যাচার করেছিল তা জানার জন্য এবার সন্দেশখালিতে একটি অস্থায়ী ক্যাম শুরু করল সিবিআই।
সূত্রের খবর, একজন পুলিশ সুপার পদমর্যাদার অধিকারী গতকাল সন্দেশখালি থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আজ সকাল থেকেই সেই ক্যাম্প তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এর আগে একটি ইমেল আইডি ক্রিয়েট করে এলাকায় যা অভিযোগ তারা যেন অভিযোগ করে । তবে তেমন একটা অভিযোগে সারা না-পেয়ে এবার সেখানে অস্থায়ী ক্যাম্প গড়ার সিদ্ধান্ত নিল সিবিআই ৷