পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক ব্যবসায়ীর খোঁজ, জেরা সিবিআই দফতরে - SSC Recruitment Scam - SSC RECRUITMENT SCAM

Bengal Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে ৷ এবার প্রকাশ্যে এলো আরও এক ব্যবসায়ীর নাম ৷ তাঁর বয়ান রেকর্ড করল সিবিআই ৷

Etv Bharat
নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিলল আরও এক ব্যবসায়ীর খোঁজ

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 9:21 PM IST

কলকাতা, 25 এপ্রিল: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অয়ন শীলের ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যবসায়ী তথা রাজনৈতিক নেতাকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআই। জানা গিয়েছে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দাদের হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্তু গঙ্গোপাধ্যায় নামে বেহালার এই ব্যবসায়ীর নাম পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। তিনি সিবিআইয়ে ডাকে সাড়া দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যবসায়ীর বয়ান রেকর্ড করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন, অয়নশীল ধৃত কুন্তল ঘোষের কথাতেই 26 লক্ষ টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের অ্যাকাউন্টে ফেলেছিলেন। কিন্তু এই 26 লক্ষ টাকা কেন অয়ন শীল এই ব্যবসায়ী তথা রাজনৈতিক নেতার অ্যাকাউন্টে ফেলেছিলেন, সেই তথ্যই জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

তদন্তকারীরা ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, সন্তু গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষেরও অত্যন্ত ঘনিষ্ট বলে পরিচিত ওই ব্যক্তি। আধিকারিকদের সঙ্গে বারংবার কথা বলার পর সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম পরিচয় সামনে আসে তদন্তকারীদের ৷ সেই মতো বেহালায় সন্তু একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। উল্লেখযোগ্য কাগজপত্র পাওয়ার পরেই সেগুলি ভালোভাবে খতিয়ে দেখে বৃহস্পতিবার তলব করে সিবিআই ৷

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে 2016 সালে তৈরি হওয়া প্যানেল কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন 25 হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ৷ এই ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ দোষারোপ, পালটা দোষারোপে অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ভিড়ে যোগ্যদের খুঁজে বের করে তাঁদের চাকরিতে পুনরায় বহাল করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details