কলকাতা, 11 মার্চ: শেখ শাহজাহানের ডান ও বা-হাত হিসেবে পরিচিত জিয়াউদ্দিন মোল্লা এবং দিদা বক্স মোল্লাকে জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতি ৷ সিবিআই সূত্রে খবর, ইডি-র উপর গত 5 জানুয়ারি সকালে সন্দেশখালিতে যে হামলা চালানো হয়েছিল, তার তদন্তে নেমে জিয়াউদ্দিন এবং দিদার বক্সকে আজ তলব করা হয়েছিল ৷ জানা গিয়েছে, এই দু’জনকে যে প্রশ্ন করা হয়েছে, তাতে এক একবার এক একরকমের জবাব দিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি, সোমবার দুপুরে সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যায় সিবিআই ৷
তবে, শাহজাহানের স্বাস্থ্য পরীক্ষাকে কেন্দ্র করে একপ্রস্থর নাটক চলল দিনভর ৷ দুপুরে প্রথম সিবিআইয়ের একটি দল গাড়িতে করে শেখ শাহজাহানকে নিয়ে রওনা দেয় জোকার ইএসআই হাসপাতালের দিকে ৷ কিন্তু, এক্সাইড মোড়ের কাছে পৌঁছাতেই গাড়ি ঘুরিয়ে নেওয়া হয় ৷ শেখ শাহজাহামকে নিয়ে ফের নিজাম প্যালেসে ফিরে আসে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ এরপর শাহজাহানকে নিয়ে নিজাম প্যালেসের তেরোতলায় উঠে যায় সিবিআই ৷ প্রায় 40-45 মিনিট পর ফের শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই-তে ৷