কলকাতা, 25 এপ্রিল: রাজ্য পুলিশের পর এবার সন্দেশখালি কাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । এর আগে সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের সহযোগী তথা ধৃত নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর বিরুদ্ধে ধর্ষণের দু'টি অভিযোগ দায়ের করেছিল পুলিশ । উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা আদালতে এক অভিযোগকারিণীর গোপন জবানবন্দির ভিত্তিতে সেই মামলা দায়ের করা হয়েছিল । ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল শিবু-সহ মোট তিনজনের বিরুদ্ধে। এ বার সন্দেশখালিকাণ্ডে নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআইও ।
সন্দেশখালি কাণ্ডের মূল চক্রী শেখ শাহাজাহানকে প্রথমে রাজ্য পুলিশের গোয়েন্দা গ্রেফতার করে । পরে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে গ্রেফতার করে । কয়েকদিন সিবিআই হেফাজতে কাটিয়ে ফের শেখ শাহাজাহানকে শোন অ্যারেস্ট করে ইডি । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজত কাটিয়ে অবশেষে শাহাজাহান বর্তমানে সংশোধনাগারে আছেন ।