কলকাতা, 5 মার্চ: ভবানী ভবনে পৌঁছেও শাহজাহানকে হাতে পেল না সিবিআই ৷ দু'ঘণ্টার উপর অপেক্ষার পরও সিবিআইকে ফিরতে হল খালি হাতে ৷ সুপ্রিম কোর্টে শাহজাহান নিয়ে মামলা করেছে রাজ্য সরকার, তাই এটি বিচারাধীন বিষয় ৷ এই কারণ সামনে রেখেই সিআইডির থেকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই। প্রায় দু'ঘণ্টা ধরে সিবিআইয়ের মোট 6 জন অফিসার যে সিআইডির আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, কী কথা বলেছেন সেগুলি এখনও পর্যন্ত স্পষ্ট নয় ৷ তবে শেষ পর্যন্ত পাওয়া খবর এটাই যে শেখ শাহাজাহানকে মঙ্গলবার সিবিআই হেফাজতে পেল না ৷
অন্যদিকে, শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এক্স হ্যান্ডেলেই সেই তথ্য সামনে আনা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফে। জানা যাচ্ছে, শেখ শাহজাহানের প্রায় তেরো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । পিএমএলএ অ্যাক্টে মামলাও দায়ের করা হয়েছে ইডির তরফে।
মঙ্গলের দুপুর থেকে শাহজাহান মামলা নাটকীয় মোড় নেয়। হাইকোর্টে তরফ থেকে আজই বলা হয় , যে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। নির্দেশ দেওয়া হয় বিকেল সাড়ে চারটের মধ্যে অবশ্যই শেখ শাহজাহানকে যেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দেয়া হয়। সেই মতোই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পাওয়ার জন্য ভবানী ভবনে রওনা হন সিবিআই আধিকারিকরা। সেখানে রুদ্ধশ্বাস বৈঠক চলে প্রায় দু'ঘণ্টা।