কলকাতা, 4 মার্চ: স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনও একাধিক আধিকারিকের বিরুদ্ধে রাজ্যের মুখ্যসচিবের অনুমোদন না থাকায় চার্জ ফ্রেম করা যাচ্ছে না বলে আদালতে জানালো সিবিআই । এই নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ।
নিয়ম অনুযায়ী রাজ্যের মুখ্যসচিব নথি দেখে অনুমতি দেন অথবা দেন না । বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, ‘‘এটা করতে এতদিন ?’’ 2022 সালে আবেদন জানিয়েছিল সিবিআই, তাদের আইনজীবী সোমবার আদালতে এই কথা জানান । তারপরই ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, ‘‘এটা করতে এতোদিন সময় লাগলো ?’’
আদালতের নির্দেশ, আগামিকালের মধ্যেই জানাতে হবে রাজ্যকে যে তারা কিভাবে এই অনুমতি দেবে । কারণ, চলতি বছরের 8 জানুয়ারি সিবিআই নিয়োগ দুর্নীতিতে চার্জশিট দিয়েছে । 18 জানুয়ারি ফের সিবিআইয়ের এসপি রাজ্যকে জানিয়েছিলেন ৷ তার পরও কোনও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ সিবিআইয়ের ।
এ দিন শুনানিতে সিবিআইয়ের কাছে বিচারপতি দেবাংশু বসাক জানতে চান, এই মামলায় চার্জশিট ফাইল হয়েছে কি না !
সিবিআই জানায়, চার্জশিট ফাইল হলেও মন্ত্রী ছাড়া বেশ কিছু আধিকারিকের ক্ষেত্রে রাজ্যের অনুমতি এখনও পাওয়া যায়নি । তাই চার্জ ফ্রেম করা যাচ্ছে না । অনুমতি রাজ্যের মুখ্যসচিবের দেওয়ার কথা ।
তারপরই রাজ্যের এক আইনজীবীকে নির্দেশ নিয়ে আসার আদেশ দেন বিচারপতি । অনুমোদন দেওয়ার ব্যাপারে রাজ্যের অবস্থান কী ? এজলাসে হাজির রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্যর কাছে জানতে চান তিনি । একই সঙ্গে বিচারপতি বসাক বলেন, ‘‘কতদিনে ওই আবেদনের জবাব দিতে পারবে রাজ্য ? হয় অনুমতি দেবেন, অথবা খারিজ করবেন । আবেদন নিয়ে চেপে বসে থাকতে পারে না রাজ্য ৷’’
সিবিআইয়ের তরফে এ দিন আরও জানানো হয়, 30 সেপ্টেম্বর 2022 আবেদন করা হয় । ফাইনাল চার্জশিট দেওয়া হয় 8 জানুয়ারি । এ বছর 18 জানুয়ারি রাজ্যকে শেষবার জানানো হয় । এসপি সিবিআই নিজে গিয়ে দেখা করেন নবান্নে অনুমতি পাওয়ার জন্য । এর সঙ্গেই একাধিকবার অনুমতি পেতে আবেদন করা হয় মুখ্যসচিবের কাছে । মন্ত্রীর ব্যাপারে রাজ্যপাল অনুমতি দিয়েছেন । বাকিদের ব্যাপারে মুখ্যসচিবের অনুমোদন দরকার । রাজ্যের আইনজীবী জানান, অ্যাডভোকেট জেনারেল অন্য মামলায় ব্যস্ত আছেন, আদালতের দ্বিতীয়ার্ধে তিনি জানাবেন এই বিষয়ে কী করা যায় ।
ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক বলেন, "এটা কি ইয়ার্কি হচ্ছে ? আপনারা দিতে পারবেন কি না সরকারকে জিজ্ঞেস করুন । বেলা সাড়ে 12টা র মধ্যে জানান । না হলে আমরা নির্দেশ দেব, এখনই ওই অনুমতি দিতে ।" তিনি আরও বলেন, "2018 সালের ডাটাবেস তথ্য রয়েছে । 2024 সালের আছে। অথচ মাঝের সময়ের নেই ! এসএসসি হলফনামা দিয়ে বলেছে । এর মানে কী ! নিয়োগের কোনও শর্ত নেই ! কোনও টেন্ডার নেই ? 2819 নিয়োগ এই কারণে বাতিল করা হয়েছে ?"
বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, কবে আপনারা ওই অনুমতি দিতে পারবেন ? রাজ্যের কৌশলী বলেন, "একদিন সময় দেওয়া হোক ।" সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ বিচারপতি বলেন, "আর কত সময় নেবেন ? 2022 সাল থেকে সিবিআই আপনাদের পিছনে ঘুরছে । এতবার আবেদন করছে । এরপরেও আপনার কি মনে হয়, এই প্রশ্ন করা কোর্টের অন্যায় ? আগামিকালের মধ্যেই জবাব দিতে হবে আপনাদের ।"
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গঠিত হয়েছে স্কুলে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার দ্রুত শুনানি করে নিষ্পত্তি করার জন্য ।
আরও পড়ুন:
- পার্থর নাম রেখেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে 4 চার্জশিট সিবিআইয়ের
- স্কুলে নিয়োগ দুর্নীতি হিমশৈলের চূড়া, পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি বিশ্বজিৎ বসুর
- কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা ইডির, প্রয়োজনে বাড়িতে নজরবন্দি করে রাখার আবেদন সুজয়ের আইনজীবীর