পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দমদম পুরসভায় 29 জনকে বেআইনিভাবে চাকরি, উল্লেখ সিবিআই চার্জশিটে - Municipality Recruitment Scam

Municipality Recruitment Scam: দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই ৷ আলিপুরের বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে ৷ সেখানে বেআইনি নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷

ETV BHARAT
দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট পেশ ৷ (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 1:53 PM IST

কলকাতা, 2 জুলাই: করোনার সময় দক্ষিণ দমদম পুরসভায় দেদার চাকরি বিলির অভিযোগ ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অভিযোগ করোনার সময় প্রায় 29 জনকে বেআইনিভাবে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল ৷ নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বিরুদ্ধে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, সেখানে বেআইনি নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ৷

চার্জশিটে সিবিআইয়ের তরফে উল্লেখ করা হয়েছে, কোভিডের সময় দক্ষিণ দমদম পুরসভায় রাতারাতি 29 জনের চাকরি করিয়ে দেওয়া হয়েছে । ওই সব নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বেআইনি ৷ নিয়োগ সংক্রান্ত যে গাইডলাইনগুলি রয়েছে, সেগুলি মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি ৷ দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে ওই 29 জনের নিয়োগ করিয়েছিলেন ৷ পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার ওই চার্জশিটে পাঁচু রায় ছাড়াও, নাম রয়েছে নিয়োগ দুর্নীতিতে জাল ওএমআর শিট তৈরিতে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের নামও ৷

উল্লেখ্য, এই অয়ন শীলের সল্টলেকের অফিস কাম ভাড়া বাড়িতে তল্লাশি অভিযানে পুরসভার নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে এসেছিল ৷ মূলত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ৷ সেখানেই একাধিক জাল ওএমআর শিট ও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তল্লাশিতেই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের নথি উদ্ধার হয় ৷ আর সেই সঙ্গে প্রকাশ্যে আসে পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ৷

যার তদন্তে নেমে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে তদন্তকারী সংস্থা ৷ তাদের মধ্যে অন্যতম হলেন, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায় ৷ এবার তাঁর বিরুদ্ধেই চার্জশিট জমা করল সিবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details