কলকাতা, 2 জুলাই: করোনার সময় দক্ষিণ দমদম পুরসভায় দেদার চাকরি বিলির অভিযোগ ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অভিযোগ করোনার সময় প্রায় 29 জনকে বেআইনিভাবে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল ৷ নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বিরুদ্ধে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, সেখানে বেআইনি নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ৷
চার্জশিটে সিবিআইয়ের তরফে উল্লেখ করা হয়েছে, কোভিডের সময় দক্ষিণ দমদম পুরসভায় রাতারাতি 29 জনের চাকরি করিয়ে দেওয়া হয়েছে । ওই সব নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বেআইনি ৷ নিয়োগ সংক্রান্ত যে গাইডলাইনগুলি রয়েছে, সেগুলি মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি ৷ দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে ওই 29 জনের নিয়োগ করিয়েছিলেন ৷ পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার ওই চার্জশিটে পাঁচু রায় ছাড়াও, নাম রয়েছে নিয়োগ দুর্নীতিতে জাল ওএমআর শিট তৈরিতে অন্যতম অভিযুক্ত অয়ন শীলের নামও ৷