কলকাতা, 14 মে: বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জওয়ানদের ওপর বাংলাদেশী চোরাকারবারীদের মারাত্মক হামলা । আত্মরক্ষায় আহত বাংলাদেশী চোরাকারবারী । বাংলাদেশী গবাদি পশু পাচারকারীরা দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে উত্তর 24 পরগনার ফাইভ কর্পসের সীমান্ত পোস্ট ডোবারপড়ার জওয়ানদের উপর মারাত্মক আক্রমণ চালায় । বিএসএফ জওয়ানদের আত্মরক্ষার পদক্ষেপে একজন বাংলাদেশী চোরাচালানকারী আহত হয়েছেন । যারা বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করে গবাদি পশু পাচারের চেষ্টা করছিল ।
বিএসএফ সূত্রে খবর, 13 মে রাতে কর্তব্যরত অবস্থায় সীমান্ত চৌকি ডোবারপড়ার সেনাদের পশু পাচার সংক্রান্ত বিশেষ তথ্য দেওয়া হয় । তথ্য পেয়ে পোস্ট কমান্ডার সমস্ত এসিপি পয়েন্ট, এরিয়া কমান্ডার ও কিউআরটিকে সতর্ক করেন । প্রথম ঘটনায়, জওয়ানরা দু’জন চোরাকারবারীর কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে । যারা গবাদি পশু নিয়ে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল ।
বিএসএফ সূত্রে আরও খবর, কিউআরটি পার্টি তাদের থামতে বলে ৷ কিন্তু তারা থামেনি৷ তখন জওয়ানরা তাদের ধাওয়া করেন ৷ সেই সময় চোরাকারবারীরা পালটা আক্রমণ করে ৷ বিএসএফ-কে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করে ৷ আত্মরক্ষায় পালটা গুলি চালান জওয়ানরা ৷ গুলির শব্দ শুনে চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায় । কিউআরটি দল তাৎক্ষণিকভাবে গবাদি পশুগুলোকে আটক করে ।
এদিকে, দ্বিতীয় ডিউটি পয়েন্টে, 2-3 সন্দেহভাজনকে সীমান্ত পার হতে দেখে তাঁদের থামতে বলেন জওয়ানরা ৷ কিন্তু ওই 2-3 জন ধারালো অস্ত্র দিয়ে পালটা হামলা চালানোর চেষ্টা করে ৷ আত্মরক্ষায় পালটা জওয়ানরা গুলি চালান । এরপর ঘন জঙ্গল ও অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারীরা পালিয়ে যান । কিউআরটি দলটি ওই এলাকায় একটি চিরুনি তল্লাশি চালায় । সেখান থেকে একটি গরু, দুটি ধারালো অস্ত্র এবং একটি মশাল উদ্ধার করা হয় ।