আসানসোল, 2 অগস্ট: জলের তোড়ে নদীতে ভেসে গেল গাড়ি ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের নুনিয়া নদীর কল্যাণপুর সেতুতে ৷ চোখের নিমেষে চালক-সহ গাড়ি ভেসে গেল ৷ গাড়ির ভিতরে কতজন ছিল, তা এখনও স্পষ্ট নয় ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধুমাত্র চালককেই তাঁরা দেখতে পেয়েছেন ৷ চালকের ভুলে, অহেতুক ঝুঁকি নেওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা ৷
জলের তোড়ে ভেসে গেল চালক সমেত গাড়ি (ইটিভি ভারত) শুক্রবার সন্ধ্যায় একটি চাকা গাড়ি নিয়ে চালক নুনিয়া নদীর ডুবে যাওয়া কল্যাণপুর সেতু দিয়ে পেরনোর চেষ্টা করছিল ৷ তাতেই বিপত্তি ঘটে ৷ এদিকে জলের তোড়ে এলাকায় কিছুই দেখা যাচ্ছে না ৷ এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়ির চালক সেতুর উপর উঠতেই টালমাটাল খেয়ে যায় ৷ তখনই পিছন থেকে স্থানীয়রা চিৎকার করে চালককে এগোতে নিষেধ করতে থাকে ৷ চালক তা শোনেননি ৷ তিনি আরও একটু এগিয়ে যেতেই বিপদ ঘটে যায় ৷ জলের তোড়ে ভেসে চলে যায় গাড়িটি ৷ চোখের নিমেষে এই ঘটনা ঘটতে দেখে বাসিন্দারা হতবাক হয়ে যায় ৷
স্থানীয়রা জানালেন, তাঁরা বারবার চালককে দরজা খুলে বেরিয়ে আসার কথা বলেছেন ৷ কিন্তু চালক তা করে উঠতে পারেনি ৷ ফলে চালকসহ গাড়িটি ভেসে চলে যায় ৷ গাড়িটিতে কতজন যাত্রী ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ স্থানীয়রা জানাচ্ছেন তাঁরা চালককেই দেখেছেন ৷
এক প্রত্যক্ষদর্শী বলেন, "বারণ করা হলেও গাড়ির চালক গাড়িটি নিয়ে যাচ্ছিলেন ৷ গাড়িতে আমি ড্রাইভারকে দেখতে পেয়েছি ৷ ড্রাইভার গাড়িটি ঘোরানোর চেষ্টা করছিলেন ৷ কিন্তু পারেননি ৷ সাদা রঙের নতুন গাড়ি ছিল ৷ পুলিশ এসেছে ৷"
খবর পেয়ে আসানসোল উত্তর ও দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ নদীর যে প্রবল স্রোত রয়েছে, সেই স্রোতে উদ্ধার কার্য শুরু করতে পারেনি পুলিশ ৷ এছাড়া অন্ধকারের কারণে কিছু দেখা যাচ্ছে না ৷ পুলিশ জানিয়েছে আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে ৷ তাছাড়া নুনিয়া নদী যে দিক দিয়ে বয়ে গিয়েছে, সে দিক দিয়ে সমস্ত জায়গায় পুলিশকে নজর রাখতে বলা হয়েছে ৷
বৃহস্পতিবার বিকেলের পর থেকেই টানা বৃষ্টি হতে থাকে পশ্চিম বর্ধমানের আসানসোলে ৷ প্রবল বৃষ্টির জেরে প্লাবনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ আসানসোলের বুক চিরে যাওয়া দু'টি নদী গাঁড়ুই এবং নুনিয়া নদীর জল উপচে লোকালয়ে চলে আসে ৷ এর ফলে রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ৷ অন্যদিকে শুক্রবার সকাল থেকেই আসানসোলের কল্যাণপুর এলাকায় একটি সেতু নুনিয়া নদীর জলে ডুবে যায় ৷