কলকাতা, 30 এপ্রিল: গরমের জন্য রাজ্য সরকারের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের পর এবার নির্দেশিকা প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালযের। গরমের জেরে বন্ধ রাখা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। আগামী 2-11মে পর্যন্ত তাপপ্রবাহের কারণে বন্ধ থাকছে ক্লাস। ইউজি থেকে পিজি'র সমস্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অতিরিক্ত ক্লাস বা ওই ধরনের কোনও ব্যবস্থা করে এই ঘাটতি মিটিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত বলেন, "আমরা ক্লাস বন্ধ রাখছি। সম্পূর্ণ ছুটি দিচ্ছি না। শিক্ষক-শিক্ষাকর্মী সকলেই আসবেন। যদি কারও প্রয়োজন হয়, তাহলে তিনি ছুটি নিতে পারেন ৷ আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখছি না। শুধুমাত্র ক্লাস বন্ধ রাখছি । ইতিমধ্যেই আমার বিভাগ হোম সায়েন্সে বেশ কিছু পড়ুয়া গরমের জন্য অসুস্থ হয়ে পড়ছে। সে সব কিছু বিবেচনা করেই আমরা এই ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।"
মে মাসের 16 তারিখ থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। ফলে 11 তারিখের পর পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান অন্তর্বর্তী উপাচার্য। দরকার হলে ওই সময় ছুটি কমিয়ে বর্তমানের ঘাটতি মিটিয়ে দেওয়া হবে। তবে এই গরম থেকে রেহাই পাওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাটির জালা লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। সঙ্গে বাতাসা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুটি গেটের সামনে সেই ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ এই পরিষেবা পাচ্ছেন। প্রসঙ্গত, গরমের ছুটি মে মাসের শুরুতেই পড়ার কথা ছিল। বর্তমান পরিস্থিতির জন্য তা এগিয়ে আনা হয় । চলতি মাসের 22 তারিখ থেকেই ছুটি ঘোষণা হয় রাজ্যের সমস্ত সরকারি স্কুলে। বেশ কিছু বেসরকারি স্কুল ইতিমধ্যেই অনলাইন ক্লাসের বিকল্পও বেছে নিয়েছে।
আরও পড়ুন:
- ঈদ ও নির্বাচনের জোড়া ফলায় বদলে গেল কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সেমেস্টার সূচি
- রাজ্য-রাজ্যপালের ইগোর লড়াই ! খেসারত দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়