কলকাতা, 29 অক্টোবর: দুর্গাপুজো কার্নিভালের দিন রেড রোডে কর্তব্যরত চিকিৎসককে কেন গ্রেফতার করা হয়েছিল, তার কারণ জানতে চাইল বিচারপতি শম্পা দত্ত পালের সিঙ্গল বেঞ্চ ৷ রাজ্যকে এই বিষয়ে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিলেন বিচারপতি । 28 নভেম্বর নিম্ন আদালতে এই মামলার শুনানি রয়েছে । তারপর কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে হবে শুনানি ।
চিকিৎসক তপোব্রতকে গ্রেফতারের কারণ জানতে চাইল হাইকোর্ট - CALCUTTA HIGH COURT
কারণ ছাড়াই তাঁকে গ্রেফতার নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক তপোব্রত রায় ৷ সেই মামলাতেই রাজ্যের কাছে গ্রেফতারের কারণ জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷
Published : Oct 29, 2024, 6:00 PM IST
তবে তপোব্রত রায়ের বিরুদ্ধে যে এফআইয়ার দায়ের হয়েছিল, তা খারিজ করেনি হাইকোর্ট । একইসঙ্গে তদন্তেও আপাতত স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি । 15 নভেম্বর কলকাতা পুরনিগমের চিকিৎসক তপোব্রত রায় অনশন ও আন্দোলনকারী চিকিৎসকদের সমর্থনে টি-শার্ট পরে রেড রোডের কার্নিভালে কর্মরত ছিলেন । ময়দান থানার পুলিশ তাঁকে গ্রেফতার করলেও ঘণ্টাচারেকের মধ্যে ছেড়ে দেওয়া হয় । এই ঘটনার প্রতিবাদ জানান কলকাতা পুরনিগমের চিকিৎসকরা ৷ কেন পুরনিগম কোনও ব্যবস্থা নিল না, তোলা হয় সেই প্রশ্নও । কিন্তু পুরনিগম কোনও ব্যবস্থা না নেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই চিকিৎসক ।
আরজি করের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে 15 অক্টোবর ধর্মতলায় দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা । সেদিনই কলকাতার রেড রোডে ছিল দুর্গাপুজোর কার্নিভাল । সেখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে টি-শার্ট পরে নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন ডাক্তার তপোব্রত রায় । এরপর ময়দান থানা তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় ৷ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কাছে সেই খবর পৌঁছতেই ময়দান থানার সামনে ভিড় বাড়তে শুরু করে । আন্দোলনকারীদের দেখার পরই পুলিশ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে তড়িঘড়ি ছেড়ে দেয় বলে অভিযোগ ।