কলকাতা, 11 নভেম্বর: সিতাই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের প্রার্থিপদ বাতিলের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, দু'দিন পরেই উপনির্বাচন । এই বিষয়গুলির পর্যবেক্ষণের দায়িত্ব নির্বাচন কমিশনের । আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না । আবেদনকারী চাইলে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাতে পারে বলে জানিয়েছে আদালত ।
আবেদনকারীর দাবি ছিল, সিতাই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন । কলকাতা হাইকোর্টের বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের পূজাবকাশকালীন একক বেঞ্চ অন্য একটি মামলায় নির্বাচন কমিশনকে এই অভিযোগ খতিয়ে দেখে 4 নভেম্বর কলকাতা হাইকোর্টের রেগুলার বেঞ্চে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । সঙ্গীতা রায়ের মনোনয়ন পত্র বাতিল করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কেন্দ্রে উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ । সেই মামলাটি অন্য বেঞ্চে বিচারাধীন ।