কলকাতা, 10 জুলাই: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যপাল সিভি আনন্দ বোস যে মানহানির মামলা করেছেন, সেই মামলার শুনানি আগামী সোমবার হবে কলকাতা হাইকোর্টে ৷ ওই দিন সকাল সাড়ে দশটায় এই শুনানি হবে বলে জানা গিয়েছে ৷
উল্লেখ্য, দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই মামলার শুনানিতে রাজ্যপালের আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়েছিল যে কিসের ভিত্তিতে এই মামলা দায়ের করা হল ৷ তখন তিনি আদালতে জানান যে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর যে বয়ান প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতেই এই মামলা ৷ সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও সংবাদমাধ্যমকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছিলেন ৷
তার পর বুধবার এই মামলার শুনানি হয় ৷ সেখানে রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদী জানান, এখনও পর্যন্ত এই মামলায় নতুন করে কাউকে পার্টি হিসাবে যুক্ত করা হয়নি ৷ সংবাদমাধ্যমের কাউকে যুক্ত না করেই তিনি এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যানডোরার বক্স খুলতে সক্ষম হবেন বলেও জানান ত্রিবেদী । সেই কারণেই নতুন করে কাউকে এই মামলায় পার্টি হিসাবে যুক্ত করছেন না তিনি আদালতে জানান ৷