কলকাতা, 2 অগস্ট:হিরণ চট্টোপাধ্যায়ের ইলেকশন পিটিশন মামলায় ঘাটাল কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিলেন বিচারপতি বিভাস পট্টনায়ক । নির্বাচন কমিশনকে নোটিশ দিয়ে একথা জানাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে । সিসিটিভি ফুটেজের ফরেনসিক অডিটেরও আর্জি জানানো হয় । আদালত সে বিষয়ে নির্দেশ দেবে কি না, সেটা মামলার শুনানির পর ঠিক হবে বলে জানান বিচারপতি ।
2024 সালের ঘাটাল আসনের লোকসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় । নির্বাচনে একাধিক দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে ও অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি । সেই কারণে সিসিটিভি ফুটেজ, ভিডিয়ো ফুটেজ ও ডিভিআর সংরক্ষণের আর্জি জানান তাঁর তরফের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । মামলায় মোট সাতটি পক্ষ রয়েছে । সবাইকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি । পাশাপাশি তিনি ঘাটাল কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন ।