পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ময়নায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের - Mysterious Death of BJP Worker

Mysterious Death of BJP Worker: ময়নায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু মামলায় মরদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 7:19 PM IST

কলকাতা, 1 মে:ময়নায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়ে বলেন, কলকাতার এসএসকেএম হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্তের সময় ভিডিয়োগ্রাফি করতে হবে । সাক্ষীদের বয়ান গ্রহণ করতে হবে ভিডিয়োগ্রাফি করে । এখন থেকে তদন্ত প্রক্রিয়ার পুরোটাই ভিডিয়োগ্রাফি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি । বিচারপতি আরও জানিয়েছেন, এসএসকেএম সুপারের তত্ত্বাবধানে দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন হবে । আর পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত চলবে । 7 মে এই মামলার পরবর্তী শুনানি ।

আদালতের পর্যবেক্ষণ, আদালতে পুলিশের জমা দেওয়া ছবি থেকে, মৃতদেহে কিছু সমস্যা নজরে এসেছে । প্রথম ময়নাতদন্তের রিপোর্টে কিছু জিনিসের অভাব রয়েছে, তাই আদালত মনে করছে দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রয়োজন । কেন্দ্রের পক্ষের আইনজীবী জানান, রেলওয়ে হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্তের পরিকাঠামো নেই । অন্যদিকে, কমান্ড হাসপাতালে ফরেন্সিক অফিসারের সমস্যা রয়েছে ।

মামলাকারী আর্জি জানান, ইএসআই-তে পরিকাঠামো আছে । কমান্ড হাসপাতালে দ্বিতীয় ময়নাতদন্তের ব্যবস্থা আছে । তবে যদি দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আদালত এসএসকেএমকে সঠিক মনে করে, তবে একটা কমিটি গঠন করা হোক, যেখানে কেন্দ্রের প্রতিনিধি থাকবে ।

উল্লেখ্য, ময়নায় রহস্যমৃত্যু হয় দীনবন্ধু মিদ্যা নামে এক যুবকের । 24 এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন । থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । 25 এপ্রিল পানের বরোজ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ পাওয়া যায় ৷

রাজ্য গতকাল জানিয়েছিল, "ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হয়েছে । প্রচুর ভিড় ছিল ঘটনাস্থলে । প্রাথমিক ভাবে একটা লাভ অ্যাঙ্গেল আমরা পাচ্ছি । আরও তদন্ত দরকার । ছেলেটি রাজনীতির সঙ্গে কোনও ভাবে যুক্ত ছিলেন না ।"

বিচারপতি তখন জানতে চান, "দেহ যখন গাছে ঝুলছিল তখন পুলিশ ছবি তুলেছে ? ফোনে ছবি থাকলে মামলার মধ্যে এটা যুক্ত হবে কীভাবে ! এরপর বলবেন ফোন জলে পড়ে ছবি নষ্ট হয়ে গিয়েছে । ছবিতে ঝুলন্ত অবস্থায় হাঁটু মুড়ে গিয়েছে দেখা যাচ্ছে । আমি অবাক হয়ে যাচ্ছি চিকিৎসক এটা আত্মহত্যা নাকি খুন কিছুই বলেননি রিপোর্টে ।" রাজ্য তখন জানায়, সাধারণত পানের বরোজে দেহ ঝুলতে থাকলে দেহ নেমে যায় । তাই হাঁটু মুড়ে গিয়েছে ।

বিচারপতি আজকের শুনানিতে ময়নাতদন্তের ভিডিয়ো ফুটেজ ও কেস ডায়রি হাজির করার নির্দেশ দিয়েছিলেন । পাশাপাশি তিনি জানান, আপাতত দেহ মর্গে সংরক্ষণ করতে হবে ।

এ দিন বিচারপতি রাজ্যের রিপোর্ট দেখার পর বলেন, খুনের তত্ত্ব ওড়ানো যাচ্ছে না । তবে কীভাবে, কী উদ্দেশ্যে খুন হতে পারে সেটা জানা জরুরি ।বিচারপতি জানতে চান, কত জনের নামে অভিযোগ রয়েছে ? মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, "22 জন সন্দেহের তালিকায় রয়েছেন । তাঁদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে । এই 22 জনের তরফ থেকে বিজেপি ছাড়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল ।"

আরও পড়ুন:

  1. নির্বাচনী আবহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার পানের বরজে, কাঠগড়ায় তৃণমূল
  2. তান্ত্রিক সন্দেহে বৃদ্ধকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ, মালদায় উদ্ধার ঝুলন্ত দেহ
  3. ধর্ষণের পর খুন! গাছ থেকে উদ্ধার দুই নাবালিকার ঝুলন্ত দেহ

ABOUT THE AUTHOR

...view details