কলকাতা, 29 নভেম্বর: জাতীয় সড়কের জন্য নেওয়া জমি দখল করে তৈরি হয়েছে পাকা বিল্ডিং। একাধিক দখলদারকে তুলতে ব্যর্থ হচ্ছে রাজ্যের পূর্ত দফতর। সেই দখলদারদের মধ্যে রয়েছে তৃণমূলের দলীয় অফিসও। দখলদারদের তাড়নায় রীতিমতো বাড়িতে ঢোকা বন্ধ হয়েছিল এক ব্যক্তির ৷ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷ এই মামলায় তিন মাসের মধ্যে উচ্ছেদমুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট ৷
শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, তৃণমূল দলীয় অফিস-সহ যাবতীয় বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে হবে। আগামী 12 সপ্তাহের মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ করতে উত্তর 24 পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। বসিরহাটের মাটিয়া থানায় এলাকার কাকড়া মৌজার এক ব্যক্তি হাইকোর্টে মামলা দায়ের করেন।