পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালত অবমাননায় অভিযোগ, মমতার মামলায় অভিষেকের বিষয় নিয়ে যুক্ত হতে নির্দেশ হাইকোর্টের - Calcutta High Court - CALCUTTA HIGH COURT

Contempt of court case: আদালত অবমাননায় অভিষেকের বিরুদ্ধে আলাদা ভাবে মামলা গ্রহণ করল না কলকাতা হাইকোর্ট ৷ আদালত অবমাননায় অভিষেকের বিরুদ্ধে যে অভিযোগ, তা মমতা বন্দ্য়োপাধ্যায়ের মামলায় যুক্ত হতে নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 12:31 PM IST

Updated : Apr 29, 2024, 12:51 PM IST

কলকাতা, 29 এপ্রিল:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এ বার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত মামলা গ্রহণ করার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কৌস্তব বাগচি । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানালেন, এর আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননা সংক্রান্ত মামলা গ্রহণ করেছেন । এখন আইনজীবী চাইলে সেই মামলায় এই বিষয়টি যুক্ত করে আবেদন জানাতে পারেন । কিন্তু প্রধান বিচারপতি আলাদা করে এই বিষয়ে কোনও মামলা গ্রহণ করবেন না ।

সম্প্রতি 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জনসভা থেকে মন্তব্য করেছেন, "বিচারপতিদের রায় রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত ।" একইসঙ্গে তিনি বলেন, "দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত ।" এই ঘটনায় ইতিমধ্যেই বাম নেতা অশোক ঘোষ একটি চিঠি প্রধান বিচারপতিকে পাঠিয়েছেন । এ দিন আইনজীবী কৌস্তব বাগচি আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার আবেদন জানান । কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেননি ।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে যে পাঁচটি আবেদন গত সপ্তাহে প্রধান বিচারপতির কাছে জমা পড়েছিল, সেই ঘটনায় প্রধান বিচারপতি বিষয়টি স্বতঃপ্রণোদিত মামলা হিসাবে গ্রহণ করছেন কি না এবং এই মামলার শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করা হবে কি না, সেই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি ।

আরও পড়ুন:

  1. কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত, শুভেন্দুকে বিঁধে কটাক্ষ অভিষেকের
  2. বিচারপতির আসনে বসে বিজেপি করতেন! নাম না-করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ মমতার
Last Updated : Apr 29, 2024, 12:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details