পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থ্রেট কালচার অব্যাহত সাগর দত্ত মেডিক্যালে, রিপোর্ট তলব হাইকোর্টের

শাসকদলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের হুমকি দেয় ৷ তাঁদের দায়ের করা মামলার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ৷

SAGORE DUTTA MEDICAL COLLEGE
কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 5:06 PM IST

কলকাতা, 12 নভেম্বর:সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচার অব্যাহত। জুনিয়র ডাক্তারদের হাতে লাগাতার হেনস্থা হতে হচ্ছে, তাঁদের হুমকি শুনতে হচ্ছে বলে সিনিয়র ডাক্তারদের দায়ের করা মামলায় মেডিক্যাল কলেজের রিপোর্ট তলব করল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত আগামী 19 নভেম্বর এই রিপোর্ট তলব করেছেন।

প্রসঙ্গত, থ্রেট বা হুমকি ইস্যুতে এর আগে দায়ের হওয়া আরজি কর ও বর্ধমান মেডিক্যাল কলেজের মামলা দু'টিও ওই দিন শুনানি হওয়ার কথা ৷ মামলাকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, আরজি করের ঘটনার পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে প্রতিবাদের সময়ে শাসকদলের ঘনিষ্ঠ কিছু জুনিয়র ডাক্তার তাঁদের হুমকি দেয়। এমনকী, 5 সেপ্টেম্বর হাসপাতালের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠকের সময় শাসক ঘনিষ্ঠ ওই ডাক্তারি পড়ুয়ারা তাঁদের উপর হামলা চালায়। ঘর ভাঙচুর চালায়। বারংবার অ্যান্টি ব়্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি।

এর আগে পূজাবকাশকালীন বেঞ্চে আরজি কর হাসপাতালের মোট 51 জন সাসপেন্ড হওয়া ডাক্তার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় বিচারপতি কৌশিক চন্দ আরজি কর হাসপাতালের এক্সিকিউটিভ কাউন্সিল এই ডাক্তারদের বিরুদ্ধে হুমকি-সহ একাধিক অভিযোগে সাসপেণ্ড করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বৈধ নয় বলে রায় দেয় হাইকোর্ট। গত 5 অক্টোবর মোট 51 জনকে হাসপাতালের স্পেশাল কলেজ কাউন্সিলের মেম্বাররা সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।

কলকাতা হাইকোর্ট নির্দেশে জানায়, 5 অক্টোবর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পেশাল কলেজ কাউন্সিলের মেম্বাররা 51 জন ডাক্তারকে বহিষ্কারের যে সিদ্ধান্ত নিয়েছিল তা সুপারিশ মাত্র। তা কোনও চূড়ান্ত নির্দেশ নয়। রাজ্য যতক্ষণ না-সেটাকে কার্যকর করছে, ততক্ষণ 51 জন ডাক্তারকে বহিষ্কার করার সিদ্ধান্ত বৈধ নয় বলে নির্দেশ দেয় হাইকোর্ট।

আরজি করের চিকিৎসকদের বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details