কলকাতা, 11 অক্টোবর: ত্রিধারা সম্মিলনীর সামনে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ার জন্য অভিযুক্ত 9 জনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। শুক্রবার তাঁদের জামিনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এই নির্দেশ দিয়েছেন।
কী হল হাইকোর্টে?
বিচারপতি এদিন নির্দেশে জানিয়েছেন, ওঁদের পুলিশ হেফাজতে রাখার দরকার নেই। তাই অন্তর্বর্তী জামিন দেওয়া হল হাইকোর্টের তরফে। 1 হাজার টাকা বন্ডে জামিন দিয়েছে আদালত। 15 নভেম্বর পর্যন্ত তাঁদের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে। তার মানে এই সময় পর্যন্ত এই 9 জনের কাউকে গ্রেফতার করা যাবে না। তবে 9 জনকে বেশ কিছু শর্তও মানতে হবে বলে জানিয়েছে আদালত।
- ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। রাজ্য সরকারের পুজো কার্নিভালে বিরক্ত করা যাবে না।
- ওই ধৃতরা আর কোনও পুজো মণ্ডপের 200 মিটারের মধ্যে প্রতিবাদ জানাতে পারবে না। পাশাপাশি অভিযুক্তদের অন্য কোনও পুজা মণ্ডপের সামনে গিয়ে স্লোগান দিতেও নিষেধ করেছেন বিচারপতি।
বিচারপতির পর্যবেক্ষণ- আশ্চর্যজনকভাবে, নিম্ন আদালতের নির্দেশনামা এখনও আপলোড হয়নি। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, কোনওভাবেই বিদ্বেষ ছড়ায় বলে আদালত মনে করে না। আদালত মনে করে, অভিযুক্তরা কোনওভাবেই এই স্লোগানের মধ্যে দিয়ে মানুষকে সমস্যায় ফেলার চেষ্টা করেনি। আদালতের আরও মনে হয় , 20-25 বছর বয়সি ছেলেরা যাঁরা এই স্লোগান দিচ্ছিলেন তাঁদের কোনও খারাপ অভিসন্ধি ছিল না। এই স্লোগান আরজি করের ঘটনার পর থেকে সবাই দিচ্ছেন। আদালতের কাছে এমন কোনও তথ্যপ্রমাণ নিয়ে যার জেরে ধৃতদের জেলে রাখা যায়।