কলকাতা, 13 ফেব্রুয়ারি: সন্দেশখালি কাণ্ডে আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার ৷ 144 ধারা জারি করার যে নির্দেশ রাজ্য দিয়েছিল তা খারিজ করার পাশাপাশি গোটা ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি ৷
বিচারপতি জয় সেনগুপ্তর কথায়, সন্দেশখালিতে এমন কোনও নথি রাজ্য দেখাতে পারেনি, যার জেরে মানতে হবে গোটা থানা এলাকায় 144 ধারা প্রয়োগ জরুরি ছিল । তাই 144 ধারা জারির নির্দেশ খারিজ করা হল বলে জানালেন বিচারপতি ।
বিচারপতি তাঁর নির্দেশে বলেন, শাসকদলের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ । মূল অভিযুক্তদের গ্রেফতার না করা, আবার 144 ধারা জারি করে গ্রামের মানুষকে আটকে দেওয়ার কৌশল বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট । ইন্টারনেট বন্ধ করা হয় সাম্প্রদায়িকতা বা দেশবিরোধী প্রচার আটকানোর জন্য । এখানে কী কারণে সেটা করা হয়েছিল সেটাও স্পষ্ট নয় । কোন নির্দিষ্ট এলাকায় টেনশন, কতটা টেনশন তার কোনও ব্যাখ্যা নেই । অথচ বলা হচ্ছে, টেনশন কমানোর জন্য এটা করা হয়েছে । ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি এখানে স্পষ্ট নয় । আরও বেশি দায়িত্বশীল হয়ে কারণ অনুধাবন করে 144 ধারা প্রয়োগ করা উচিত বলে অভিমত বিচারপতির ।
সন্দেশখালির বাসিন্দা দু'জনের অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর সওয়ালে বলেন, "শেখ শাজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরা এলকার কৃষি জমিতে মাছের ভেরি করছে । না করতে দিলে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে জমিতে । মেয়েদের উপর অত্যাচার করছে ।" এ কথা শুনে রাজ্যকে বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, "এটা হালকা করে নেবেন না । এটা অনেক গভীর অভিযোগ । শুধু 144 ধারা তুলে নেওয়ার দাবি নয় ।"
এরপর বিকাশরঞ্জন বলেন, "144 ধারা প্রত্যাহার আপাতত দাবি । তবে এর গভীরে মানুষের অধিকার রক্ষার দাবি রয়েছে । একজন প্রাক্তন বিধায়ক চারদিন ধরে পুলিশের হেফাজতে রয়েছেন । কারণ তিনি মানুষকে জড়ো করেছিলেন । সেখানে মানুষের অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের জন্য তাঁকে মুরগির খামার পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে । অভিযোগ জানানোর পরেও কোনও পদক্ষেপ করা হয়নি । এমনকি যে পুলিশ অফিসাররা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হয়নি ।"