কলকাতা, 25 এপ্রিল: "বেআইনি নির্মাণ বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শুধু সরকারি বিধিনিষেধ তৈরি করে কিছু হবে না ৷ রাজনৈতিক সদিচ্ছা আছে কি না সেটা দেখুন", রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ৷
তিনি বলেন, "যে সব এলাকায় দিনের পর দিন বেআইনি নির্মাণ হচ্ছে, সেখানকার জনপ্রতিনিধি তাঁর কিছুই জানেন না, এটা হতে পারে না ৷ এমন প্রতিনিধিদের পদে থাকার কোনও অধিকার নেই ৷ শুধু সরকারি অফিসারদের দোষ দিয়ে বা তাঁদের শাস্তি দিয়ে এই সমস্যার কোনও সমাধান হবে না ৷ রাজনীতিকদের আগে সৎভাবে এই বেআইনি বন্ধ করার ইচ্ছে দেখাতে হবে ৷"
এদিন প্রধান বিচারপতি বলেন, "রাজনৈতিক সদিচ্ছার অভাবে আপনারা আপনাদের কেএমসি হেড অফিসের সামনে থেকে বেআইনি হকার সরাতে পারেননি ৷ আপনাদের নেতারা সব জেনেও চুপ থাকেন ৷ যেমন বিধাননগর পৌরসভা ৷ তারা বেআইনি নির্মাণ ভাঙার বদলে হাত তুলে নিল, বাসিন্দাদের বিক্ষোভের কথা বলে ৷ আবারও বলছি রাজনৈতিক সদিচ্ছা খুব জরুরি ৷"
গার্ডেনরিচের বহুতল ভাঙার মামলায় বেআইনি নির্মাণ রুখতে রাজ্য কী পদক্ষেপ করছে, সে ব্যাপারে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ৷
একই সঙ্গে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি করতে হাইকোর্টে আলাদা কোনও ডিভিশন বেঞ্চ তৈরি করা যায় কি না, সে বিষয়ে আদালত বিবেচনা করবে বলেও জানালেন প্রধান বিচারপতি ৷
গার্ডেনরিচের ঘটনায় মৃতদের 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া যাবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ৷ একইভাবে আহতদের 1.50 লক্ষ পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া যাবে না জানালো ডিভিশন বেঞ্চ।