পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতালে বেআইনিভাবে নিরাপত্তার দায়িত্ব, এজেন্সির বরাত বাতিল করল হাইকোর্ট

বরাত দেওয়া হয়েছে বেআইনিভাবে ৷ প্রমাণ পেয়েই সংশ্লিষ্ট এজেন্সির বরাত বাতিল করল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 7:54 PM IST

কলকাতা, 29 অক্টোবর:বেআইনিভাবে দুই মেদিনীপুরের সরকারি হাসপাতালে নিরাপত্তা এজেন্সিকে দেওয়া কাজের বরাত বাতিল করল কলকাতা হাইকোর্ট । বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, ভ্রান্তিভূষণ সিংহের সংস্থার নিরাপত্তারক্ষীদের এখনই সরিয়ে দিতে হবে ।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচদের নির্দেশ, টেন্ডারে উত্তীর্ণ ব্যক্তিকে সরিয়ে অসফল ঠিকাদারকে দেওয়া দায়িত্ব এখনই বাতিল করতে হবে । কারণ কোনও বিধি মেনে ওই কাজ হয়নি বলে প্রাথমিকভাবে নিশ্চিত কোর্ট । 21 অক্টোবর যে নোটিশ দিয়ে প্রকৃত প্রাপক এমএম সিকিউরিটিকে বাদ দেওয়া হয়েছিল, সেই নোটিশ স্থগিত করা হল । রেগুলার বেঞ্চে সিএমওএইচদের হলফনামা দিয়ে জানাতে হবে কেন এমন একটা নোটিশ ইস্যু করা হয়েছিল ৷

হাসপাতালের নিরাপত্তায় বেআইনি নিয়োগ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, দুই মেদিনীপুরের হাসপাতালগুলিতে নিরাপত্তা এজেন্সি নিয়োগের ক্ষেত্রে মানা হয়নি কোনও সরকারি বিধি । বছরের পর বছর একজন লোককে কাজের বরাত দেওয়া হয়েছে । ফলে 2015 সাল থেকে বছরে প্রায় 135 কোটি টাকা করে ক্ষতি হয়েছে, এই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে ।

মামলায় আরও উল্লেখ করা হয়, নিয়ম মতো দেড় লক্ষ টাকার বেশি যদি কোনও টেন্ডার হয় সেখানে ই-টেন্ডার করার আইন রয়েছে । অভিযোগ, 2015 সাল থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সেই আইন মানা হয়নি । এমনকি 2017 সাল থেকে পরপর কয়েক বছর ই-অকশন করে চূড়ান্ত অর্ডার বেরোনোর মুখেই তা স্থগিত করে দিয়ে ফের পুরনো লোককেই ওই টেন্ডার দেওয়া হয় বলে অভিযোগ । মামলাকারীর আইনজীবীর অভিযোগ, আরজি করে সন্দীপ ঘোষের আদলেই দুই মেদিনীপুরে বছরের পর বছর ধরে এই দুর্নীতিকে মদত দিয়েছেন সিএমওএইচরা ।

গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে, ভুয়ো কলে পা-দিতেই গায়েব সব টাকা

ABOUT THE AUTHOR

...view details