কলকাতা, 8 নভেম্বর:অবশেষে স্বস্তি পেলেন বর্ধমান মেডিক্যালের 7 পড়ুয়া ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার তাঁরা ক্লাসে ফিরতে পারবেন ৷ শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন ৷ ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে ৷ সেই কারণে কলেজ কর্তৃপক্ষ ওই সাতজন পড়ুয়াকে কলেজ এবং কলেজ হোস্টেলে ঢোকা বন্ধ করে দিয়েছিল ।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঈশা পাল-সহ মোট সাতজন পড়ুয়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন । আবেদনকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাত্র ছাত্রীদের তরফে বলেন, "একটা কলেজ কর্তৃপক্ষ কীভাবে পড়ুয়াদের সাসপেন্ড করতে পারে ? এটা করতে হলে তো একটা নির্দিষ্ট অ্যাডভাইসারি কমিটি দরকার । সেটা না করেই কীভাবে পড়ুয়াদের সাসপেন্ড করতে পারে কলেজ ?" এই বক্তব্যের সাপেক্ষে সুপ্রিম কোর্টের কিছু জাজমেন্টও তুলে ধরেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত) তাঁর কথায়, "কাউন্সিলের প্রস্তাব ঠিক ছিল কী না সেটা দেখতে হবে । র্যাগিংয়ের চার্জ কী ? কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না ? অভিযোগ কোথায় ? পাঁচ বছর আগের অভিযোগের উপর ভিত্তি করে কি এখন পদক্ষেপ নেওয়া যায় ? অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ কী ? তাঁরা ঠিক কী করেছেন ? এই সব প্রশ্নের উত্তর পাওয়া দরকার।"
সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, ওই সাতজন পড়ুয়া ক্লাস করতে পারবেন এবং কোনও বাধা এলে তারা পুলিশের সহায়তাও নিতে পারেন । আগামী 11 নভেম্বর সোমবার মামলার পরবর্তী শুনানি হবে ।
প্রসঙ্গত, 11 অক্টোবর কলেজের এক্সিকিউটিভ কাউন্সিল এই সাত পড়ুয়াকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় ৷ যদিও ব়্যাগিংয়ের ঘটনা প্রমাণের সাপেক্ষে কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তাতেই বিচারপতি আজ তাদের সাসপেনশন স্থগিত করে ক্লাসে ফেরার নির্দেশ দেন ৷