পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহাল আগের শর্ত, শুভেন্দুকে ফের সন্দেশখালি যেতে অনুমতি হাইকোর্টের

Calcutta High Court on Suvendu Adhikari: ফের সন্দেশখালি যাওয়ার অনুমতি পেলেন শুভেন্দু অধিকারী ৷ তবে মানতে হবে আগে আদালতের দেওয়া শর্ত ৷ বুধবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 3:49 PM IST

Updated : Feb 28, 2024, 5:20 PM IST

আইনজীবীর বক্তব্য

কলকাতা, 28 ফেব্রুয়ারি: শর্তসাপেক্ষে হালদারপাড়া জেলিয়াখালিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট ৷ আগামিকাল বৃহস্পতিবার তিনি সেখানে যেতে পারবেন । তবে 19 ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার নির্দেশে যে যে শর্ত আরোপ করেছিল আদালত, সেই একই শর্ত মেনেই হালদারপাড়া যেতে হবে তাঁকে ।

এর আগে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ব্লকে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত । ফের জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়ায় যাওয়ার অনুমতি চেয়েছিলেন শুভেন্দু। এই বিষয়ে বুধবার বিচারপতি কৌশিক চন্দ জানান, পুলিশের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট বেশ কিছু জায়গায় ফের 144 ধারা জারি করেছেন ৷ তবে 9 ও 26 ফেব্রুয়ারি যে 144 ধারা জারি করা হয়েছে তা যথাযথ নয় বলে আদালতের পর্যবেক্ষণ ।
সেই জন্য হালদারপাড়া জেলিয়াখালিতে বৃহস্পতিবার যেতে পারবেন শুভেন্দু অধিকারী । এক্ষেত্রে 19 ফেব্রুয়ারি নির্দেশে যে যে শর্ত আরোপ করেছিল আদালত সেই একই শর্ত মানতে হবে বিরোধী দলনেতাকে । একইসঙ্গে এর আগে গিয়ে তাঁর বিরুদ্ধে যে খারাপ আচরণের অভিযোগ সেই বিষয়ে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত । এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট দিতে হবে ।

এর পাশাপাশি আগামী 3 মার্চ পটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে 6 জনের ফ্যাক্ট ফাইন্ডিং দলকে শর্তসাপেক্ষে সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট । বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে মাঝেরপাড়া, নতুনপাড়া ও নস্করপাড়ায় যাবে এই ফ্যাক্ট ফাইন্ডিং দল । 144 ধারা জারি থাকা পাত্রপাড়া পেরিয়ে যেতে হবে মাঝেরপাড়ায় । সেক্ষেত্রে পুলিশ যথাযথ নজরদারি রাখবে । ধামাখালি ফেরিঘাট থেকে গন্তব্যের দিকে রওনা দেবে প্রতিনিধি দল । এর আগে 25 ফেব্রুয়ারি ভোজেরহাটে প্রতিনিধি দলকে আটকে দিয়েছিল পুলিশ । তাদের আটকও করা হয়েছিল ।

আরও পড়ুন :

  1. সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর
  2. পুলিশি বাধার পর হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালিতে শুভেন্দু
  3. 'ঘৃণা ছড়াচ্ছেন শুভেন্দু, তারপরও আদালত রক্ষাকবচ দিচ্ছে কীভাবে!' প্রশ্ন তুললেন অভিষেক
Last Updated : Feb 28, 2024, 5:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details