কলকাতা, 16 ডিসেম্বর: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি ৷ কিন্তু, নিম্ন আদালত এই মামলায় তাঁকে একাধিকবার পেশ করতে নির্দেশ দিলেও, তা মানা হয়নি ৷ সেই প্রেক্ষিতে সোমবার আগাম জামিনের আবেদন খারিজ করেছে উচ্চ আদালত ৷
এদিন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে একাধিকবার পেশ করার নির্দেশ দিয়েছিল ৷ এমনকি তাঁকে নিম্ন আদালতে সিবিআই হেফাজতেও চেয়েছিল ৷ কিন্তু, এর পরিপ্রেক্ষিতে সুজয়কৃষ্ণ ভদ্র সশরীরে বা ভার্চুয়ালি হাজিরা দেননি ৷ ফলে আদালত মনে করছে আইনগত দিক থেকে তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়ে আছেন ৷ ফলে তাঁর আগাম জামিনের আবেদনটি খতিয়ে দেখার প্রয়োজন নেই ৷"
উল্লেখ্য, এদিন ডিভিশন বেঞ্চের শুনানিতে কালীঘাটের কাকুর আইনজীবী মিলন মুখোপাধ্যায় সওয়াল করেন, "প্রোডাকশন ওয়ারেন্ট মানে কাস্টডি বা হেফাজতে রাখা নয় ৷ আর প্রোডাকশন ওয়ারেন্ট তো জেলের ওসি-কে দেওয়া হয়েছিল, সুজয়কৃষ্ণ ভদ্রকে নয় ৷ এর অর্থ তিনি এখন গ্রেফতার নন ৷"
তিনি আরও বলেন, "2023 সালের 31 মে ইডি গ্রেফতার করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ৷ তারপর তেরোবার জিজ্ঞসাবাদ করা হয়েছে তাঁকে ৷ প্রত্যেকবার সহযোগিতা করেছেন তিনি ৷ ইডি মামলায় তাঁর জামিনও মঞ্জুর করা হয়েছে ৷"