পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে স্বস্তি রেখা পাত্রের, 14 জুন পর্যন্ত পুলিশি পদক্ষেপে না হাইকোর্টের - Sandeshkhali Incident - SANDESHKHALI INCIDENT

Calcutta High Court: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে 14 জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ ৷ এমনটাই মঙ্গলবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 4:15 PM IST

Updated : May 21, 2024, 5:08 PM IST

কলকাতা, 21 মে: কলকাতা হাইকোর্টে স্বস্তি মিলল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ৷ তাঁর বিরুদ্ধে 14 জুন পর্যন্ত পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না ৷ এমনটাই নির্দেশ দিল বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ ।

বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে নিয়ে স্টিং ভিডিয়োর বিতর্কের মধ্যেই 11 মে অস্ত্র উদ্ধার হয় সন্দেশখালিতে ৷ অভিযোগ, অস্ত্র হাতে একদল তৃণমূল সমর্থক বিজেপি কর্মীদের উপর হামলার চেষ্টা করে । বিজেপি সমর্থকরা তাদের ধরে ফেলেন । সেই ঘটনায় তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে মামলা হয় ৷ পুলিশ অস্ত্র উদ্ধার করলেও অভিযুক্তরা এখনও ফেরার ।

অভিযুক্ত তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও রামকৃষ্ণ মাইতিদের গ্রেফতারের দাবিতে ঘটনার পর দিন অর্থাৎ 12 মে থানার সামনে বিক্ষোভ ও গার্ড রেল সরানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা ৷ পরে দিলীপ মল্লিক নামে তৃণমূল নেতার বাড়িতে 40-50 জন বিজেপি সমর্থক গিয়ে লাঠি নিয়ে হামলা করে বলে অভিযোগ । খোদ দিলীপ মল্লিক এই অভিযোগ করেন ৷ সেই ঘটনায় এফআইআর দায়ের হয় । একইসঙ্গে হামলার ঘটনায় পুলিশ স্বতঃস্ফূর্তভাবে নিজেরা অভিযোগ দায়ের করেছে ।

একই ঘটনায় একাধিক অভিযোগ কী করে হয়, এই বলে আজ আদালতে উল্লেখ করেন রেখার তরফে সওয়ালকারী আইনজীবী । রাজ্যের বক্তব্য, অস্ত্র উদ্ধার হলেও অভিযুক্তদের ধরা যায়নি । পুলিশ নিজে মামলা শুরু করেছে ।

বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ ও পর্যবেক্ষণ: এটা দুর্ভাগ্যজনক এতদিনেও অভিযুক্ত ধরা পড়ল না । অথচ অস্ত্র উদ্ধার হল । কারা থানার সামনে থেকে ব্যারিকেড সরানোর চেষ্টা করল, পুলিশকে তাদের খুঁজে বের করতে হবে । আবার দিলীপ মল্লিকের বাড়িতে হামলা কারা করল তাও খুঁজে বের করতে হবে পুলিশকে । 12 মে যে এফআইআর হয়েছিল, তা স্থগিত করল কলকাতা হাইকোর্ট । বিচারপতির নির্দেশ, ওই এফআইআরের ভিত্তিতে কোনো পদক্ষেপ করা চলবে না ৷ 12 জুন মামলার পরবর্তী শুনানি । 14 জুন পর্যন্ত রেখা পত্রের বিরুদ্ধে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলায় কোনো পদক্ষেপ করতে পারবে না ।

সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্র তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে, এই অভিযোগ তুলে পালটা কলকাতা হাইকোর্টে মামলা করেন । তাঁর বিরুদ্ধে এমন কত মামলা আছে, তার তালিকা দিক পুলিশ ৷ এমনটাই আদালতে আর্জি জানান রেখা পাত্র । একইসঙ্গে তিনি নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে ।

আরও পড়ুন:

  1. পুলিশের বিরুদ্ধে অভিযোগ ! হাইকোর্টে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা ও পিয়ালি
  2. সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভে ব়্যাফ, টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হল আন্দোলনকারীদের
  3. সন্দেশখালির ঘটনায় পিয়ালির বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
Last Updated : May 21, 2024, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details