কলকাতা, 5 অগস্ট: ইডি’র তরফে প্রতিবার মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদনে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট ৷ আজ ফের এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ যা নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ, ইডি-কে সতর্ক করেছে বারবার শুনানিতে বাধা দেওয়ায় ৷ আদালত জানিয়েছে, শেষবারের মতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন মঞ্জুর করা হল ৷ মামলার পরবর্তী শুনানি 12 অগস্ট ৷
উল্লেখ্য, আজ বিকেল 3টের সময় বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চে মানিক ভট্টাচার্যের জামিনের শুনানি ছিল ৷ প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের জামিনে ইডি’র আপত্তি নিয়ে আজ বক্তব্য পেশ করার কথা ছিল ৷ কিন্তু, ইডি’র তরফে শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান হয় ৷ সেখানে বলা হয়, "সিনিয়র কাউন্সিল ফিরোজ এডুলজি শহরে নেই ৷ সেই কারণে, শুনানি পিছিয়ে দেওয়া হোক ৷" যা শুনে বিচারপতি শুভ্রা ঘোষ বিরক্ত প্রকাশ করেন ৷
বিচারপতির বক্তব্য ছিল, "এমন একটি মামলায় বারবার যদি দিন পিছিয়ে দিতে হয়, তাহলে তো মুশকিল ৷ এর আগেও ইডি সময় নিয়েছে ৷ আগামি 12 অগস্ট বেলা সাড়ে তিনটেয় পরবর্তী শুনানির দিন ধার্য করা হল ৷" ইডি’র আবেদন মঞ্জুর করা হলেও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে সতর্ক করেছে আদালত ৷ বলা হয়েছে, কোনও ভাবেই যেন ওইদিন শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন না করা হয় ৷
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য নিয়োগ দুর্নীতিতে ইডি’র তদন্ত নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন ৷ নগর দায়রা আদালতে মূল মামলার শুনানির সময় তিনি অভিযোগ করেছিলেন, ইডি এই মামলায় কিছুই তদন্ত করছে না ৷ কটাক্ষের সুরে তিনি বলেছিলেন, "এ যেন সেই সপ্তম-অষ্টম শ্রেণির অঙ্কের মতো ৷ বাঁশ বেয়ে দু’ফুট উঠছি ৷ আর এক ফুট নামছি ৷ যখন ইডি’র চার্জশিট দেওয়ার কথা ওঠে, তখনই তারা তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি বলে জানাচ্ছে ৷ আসলে তদন্ত কিছুই হচ্ছে না ৷"
প্রসঙ্গত, প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 2 বছর ধরে জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য ৷ মানিকের দাবি, ইডি-র হাতে কোনও প্রমাণ নেই তাঁর বিরুদ্ধে ৷ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনে আবেদন করেছেন তিনি ৷ এমনকি মেডিক্যাল রিপোর্টও জমা দিয়েছেন ৷ যাতে তা খতিয়ে দেখে আদালত মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করে ৷ তবে, তাঁর জামিন মঞ্জুর হবে কিনা, তা জানা যাবে 12 অগস্ট শুনানির পর ৷