পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়েকশো প্রার্থীকে প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের - TEACHER RECRUITMENT - TEACHER RECRUITMENT

Cal High Court: এসএসসি নিয়োগ বাতিলের পর এবার প্রাথমিকে চাকরি দেওয়ার নির্দেশ হাইকোর্টের ৷ দুই জেলার পর শুক্রবার মালদা জেলার 250 জন প্রার্থীকে প্রাথমিক শিক্ষককে চাকরি দিতে নির্দেশ দিল হাইকোর্ট ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 5:09 PM IST

Updated : Apr 26, 2024, 5:25 PM IST

কলকাতা, 26 এপ্রিল: হাওড়া ও উত্তর 24 পরগনার পরে শুক্রবার মালদার চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ৷ প্রাথমিকে 2009 সালের মালদার পরীক্ষার্থীদের নিয়োগের নির্দেশ দিলেন তিনি। দুই মাসের মধ্যে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর ফলে চাকরি পেতে চলেছেন প্রায় 250 পরীক্ষার্থী ৷ আগামী 2 মাসের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

নির্দেশ দিয়ে বিচারপতি মান্থা বলেন, "অনিয়ম হয়েছে ৷ তদন্ত হলে পুরো প্যানেল বাতিল হতে পারত। সেই জায়গায় কিছু লোক অন্তত চাকরি করুক ৷" একইসঙ্গে, জেলা প্রাথমিক শিক্ষা সংসদও জানিয়েছে তারা এই প্রার্থীদের চাকরি দিতে প্রস্তুত। প্রথমে 9 এপ্রিল হাওড়া জেলার প্রায় 400 জনকে চাকরি দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। গতকাল উত্তর 24 পরগনার প্রায় 800টি পদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আর এদিন মালদা জেলার জন্য 250 জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা।

এই ব্যাপারে চাকরি প্রার্থীদের আইনজীবী আলি আহসান আলমগীর বলেন, "মালদায় প্রায় 431টি শূন্যপদ রয়েছে ৷ সেখানে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এখানে বয়স পেরিয়ে যাওয়া প্রার্থী, মাধ্যমিকে কম নম্বর পেয়েছে অথচ ওয়েটেজে বেশি নম্বর হয়ে গিয়েছে। এইগুলো দেখার পর বিচারপতি জানান, এখানে মামলার ভিতরে ঢুকলে তদন্তের নির্দেশ দিতে হবে। প্রাথমিক শিক্ষা সংসদ এটা নিয়ে কী ভাবছে জানতে চাইলে, তারা জানায় শূন্যপদে নিয়োগ করবে মামলাকারীদের মধ্যে থেকে।"

উল্লেখ্য, 2009 সালের এই নিয়োগ প্রক্রিয়া 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় এসে বাতিল করে দেয়। পরে 2015 সালে ফের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু সেই প্যানেল আর প্রকাশিত হয়নি একাধিক মামলার গেরোয়। এদিন বিচারপতি মান্থা নির্দেশ দেন আগামী দু'মাসের মধ্যে এদের নিয়োগ করতে হবে। তবে এখনও দক্ষিণ 24 পরগনার সমস্যার সমাধান হয়নি। এই বিষয়টি বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন

মুর্শিদাবাদে রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

100 শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

Last Updated : Apr 26, 2024, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details