পশ্চিমবঙ্গ

west bengal

বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1549 কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের - Bagdogra Airport in Siliguri

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 8:07 AM IST

Development of New Civil Enclave at Bagdogra Airport in Siliguri: বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1549 কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ এই বিমানবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন ৷

New Civil Enclave at Bagdogra Airport
কেন্দ্রীয় মন্ত্রিসভা (ফাইল চিত্র)

দার্জিলিং, 17 অগস্ট: শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের জন্য বড়সড় ঘোষণা মোদি সরকারের ৷ যাত্রী সংখ্যার কথা মাথায় রেখে বাগডোগরা বিমানবন্দরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য দেড় হাজার কোটি টাকার বেশি বরাদ্দ ঘোষণা করল মোদি সরকার ৷ পরিকাঠামো কত উন্নয়নের দিক দিয়ে নতুন টার্মিনাল বিল্ডিং, গ্রিন পার্কিং জোন, রানওয়ের সম্প্রসারণ-সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

শুক্রবার কেন্দ্রীয় সরকারের ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির বৈঠক আয়োজিত হয়। ওই কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই বৈঠকেই উত্তর-পূর্ব ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বাগডোগরা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য 1549 কোটি টাকার বরাদ্দের কথা ঘোষণা করা হয় ৷

বাগডোগরা বিমানবন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 8 হাজার যাত্রী চলাচল করে থাকেন ৷ 2020 সাল থেকে সেই সংখ্যা প্রায় 17 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে বাগডোগরা বিমানবন্দর দিয়ে প্রতি বছর প্রায় 25 লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন ৷ কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী, 70 হাজার 390 বর্গমিটারে নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এর ফলে বাগডোগরা বিমানবন্দরের যাত্রীধারণ ক্ষমতা প্রায় দ্বিগুণ হবে বলে মনে করছে পর্যটনমহল ৷ এছাড়াও নতুন টার্মিনাল বিল্ডিং তৈরি হওয়ার পর এ-321 বিমানের মতন পার্কিংয়ের সুব্যবস্থাও থাকবে। পাশাপাশি বিমান পরিচালনার জন্য দুটি ট্যাক্সিওয়ে, মাল্টিলেভেল পার্কিং তৈরি করা হবে ৷ 2027 সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৷

এই বিষয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "বাগডোগরা বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্র সরকার প্রথম থেকেই উদ্যোগী ভূমিকা পালন করেছে ৷ যেহেতু বাগডোগরা বিমানবন্দর উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেই জন্য প্রথম থেকেই পরিকাঠামগত উন্নয়নের খুব প্রয়োজন ছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার পর প্রায় দেড়শো কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন শুধুমাত্র বাগডোগরা বিমানবন্দরের জন্য ৷ আগামীতে এই বিমানবন্দর আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে ।"

হিমালয়ান হসপিটাল ট্রাভেল অ্যান্ড টুর ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "বাগডোগরা বিমানবন্দরে উন্নতির খুব প্রয়োজন ছিল । বাগডোগরা বিমানবন্দর উত্তর-পূর্ব ভারতের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। প্রতি বছর এই বিমানবন্দরের গুরুত্ব বেশি বৃদ্ধি পাচ্ছে । এয়ারপোর্ট অথরিটি এবং কেন্দ্র সরকার এই বিষয়ে পদক্ষেপ করায় আমরা খুশি।"

ABOUT THE AUTHOR

...view details