পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি হাসপাতালে জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট পদে অনুমোদন - West Bengal Cabinet

CM Mamata Banerjee: মুমূর্ষু রোগীর যাতে দ্রুত চিকিৎসা হয়, তাই সরকারি হাসপাতালে 324টি জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট পদের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা ৷ তবে এই নতুন পদ নিয়ে প্রশ্ন তুলেছে নার্সিং সংগঠন ৷

ETV Bharat
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 10:08 AM IST

কলকাতা, 7 মার্চ: লোকসভা নির্বাচনের আগে জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট পদে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা ৷ স্বাস্থ্যক্ষেত্রের উন্নতির কথা ভেবে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যুগ্ম নার্সিং সুপারিনটেনডেন্ট পদে ছাড়পত্র ৷

বহু ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসক না-থাকার জন্য আপৎকালীন সময়ে হাসপাতালে এসে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ অনেক সময় এই পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা তৈরি হতে দেখা গিয়েছে ৷ এই পরিস্থিতি সামাল দিতেই নতুন করে একটি পদ তৈরি করা হয় রাজ্য মন্ত্রিসভায় ৷

এই জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট হবেন সিনিয়র নার্সরা ৷ তাঁরা চিকিৎসকের সহযোগী হিসাবে কাজ করবেন ৷ বিভিন্ন সময়ে চিকিৎসকের অনুপস্থিতিতে মূমুর্ষূ রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে সহায়ক ভূমিকা নেবেন ৷ তবে সিনিয়র নার্সরা যেহেতু চিকিৎসক নন, তাই প্রেসক্রিপশন করতে পারবেন না ৷ দিতে পারবেন না জন্ম-মৃত্যুর শংসাপত্রও ৷ কিন্তু জরুরি সময়ে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁরা গুরুত্বপূর্ণ ৷ আর এর ফলে চিকিৎসক নেই, এমন অছিলায় হাসপাতালে রোগী ফেলে রাখা যাবে না ৷

এই বিষয়ে নার্স সংগঠন নার্সেস ইউনিটির সচিব ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "রাজ্য সরকারের তরফ থেকে জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট সম্পর্কে যা বলা হচ্ছে, সেই বিষয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে ৷ আমরাও বিষয়টি জানি না ৷ নতুন যে পদটির কথা বলা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে সেই পদটির অস্তিত্ব না থাকলেও প্রত্যেক সরকারি হাসপাতালে এই দায়িত্ব নার্সরা পালন করে থাকেন ৷ এক্ষেত্রে কাদের এই দায়িত্ব দেওয়া হবে, তাও পরিষ্কার নয় ৷ সবচেয়ে বড় কথা এমনিতেই নার্সদের বেতন যথেষ্ট কম ৷ এক্ষেত্রে নতুন দায়িত্বের কথা যাদের বলা হচ্ছে তাদের বেতন কাঠামো কী হবে, সে বিষয়টিও জানা যায়নি ৷ তাই সবমিলিয়ে এ নিয়ে অন্ধকার থেকেই যাচ্ছে ৷"

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, এদিন মন্ত্রিসভায় 324টি জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্টের পদ তৈরির বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে ৷ দীর্ঘদিন নার্সিংয়ের সঙ্গে যুক্ত থাকা নার্সদেরই এই দায়িত্ব দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. চিকিৎসার টাকায় কিনতে হচ্ছে জল, তীব্র সংকটে ইএসআই হাসপাতাল
  2. পরিষেবায় এগিয়ে জেলার মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য ভবনের সমীক্ষায় পিছিয়ে কলকাতা
  3. বদলে গেল মৃতদেহ, গাফিলতির অভিযোগে হাসপাতালের সামনে বিক্ষোভ আত্মীয়দের

ABOUT THE AUTHOR

...view details